×

সাময়িকী

শেষ-বিবাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০১৯, ০৭:২৫ পিএম

আমি মনে-মনে যত বিবাহ করেছি, বাস্তবে তত করি নাই। আমি মনে-মনে যত পেখম ধরেছি, বাস্তবে তত ধরি নাই। জলে, স্থলে, অন্তরীক্ষে প্রাণি আছে যতো, নিমন্ত্রণ পত্র ছেপে নির্দিষ্ট তারিখে তারা বিবাহ করে না কেউ মানুষের মতো। আসলে, মানুষ বিবাহ করে ভয়ে। বৃদ্ধ হলেও বাঘ তো আমি জাতে, হরিণের মাংস খেয়ে বাঁচি। কস্তুরীর গন্ধে পাগল নাচি, স্রষ্টারও সম্মতি আছে তাতে। পাগড়ি কি আর মাথায় পরেছি সাধে? পাগড়ি ছাড়া কোনো মুর্শিদের বিয়ে কখনও হয় না মুর্শিদাবাদে। শোনো স্বর্ণহরিণী, -তোমার জন্যই আজও আমি শেষ-বিবাহ করিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App