×

জাতীয়

রমণীদের পছন্দ মেটাল আর সুতার গয়না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০১৯, ০২:৪৯ পিএম

রমণীদের পছন্দ মেটাল আর সুতার গয়না
বাহারি রঙের পোশাক কেনা শেষ। এবার গয়না কেনার পালা। তাই শাড়ি কিংবা জামার সঙ্গে ম্যাচ করে গয়না কিনতে মার্কেটে ছুটে বেড়াচ্ছেন ফ্যাশনপ্রিয় রমণীরা। মালা, কানের দুল, চুড়ি, চুলের ক্লিপ, ব্রেসলেট আরো কত কী কেনার বাকি! তাই দম ফেলারও ফুরসত নেই তাদের। রমণীদের পছন্দের কথা চিন্তা করে এবার গয়নার বাজারে এসেছে নিত্য-নতুন রং-ঢঙের সমন্বয়ে মডার্ন স্টাইলের সব গয়না। তবে মেটাল আর সুতার তৈরি বাহারি সব গয়নার প্রতি বেশি ঝুঁকছেন সব বয়সের রমণীরা। মার্কেট ঘুরে দেখা গেছে, মেটালের তৈরি বড় গয়নার ট্রেন্ড চলছে। বড় ঝুলানো কানের দুল, বড় সাইজের মালা আর মোটা রুলি টাইপের চুড়ির চাহিদা বেশি। দুল ও মালা পাওয়া যাচ্ছে ২শ থেকে ১২শ টাকার মধ্যে। চুড়ি ৩শ থেকে ৮শ টাকায়। এ ছাড়া পায়েল মিলছে ২শ থেকে ৫শ টাকায়। মেটালের তৈরি গলার হার ও কানের দুলের সেট, লম্বা মালা বা চেইন, চোকার, সীতাহার, নেকলেস, লকেট সেট, বালা, চুড়ি, কানের দুল, আংটি, বাজু, পায়েল, ব্রেসলেট ও খোঁপার কাঁটার পুরনো নকশাগুলোই ঘুরে ফিরে এসেছে নতুনরূপে। কিছু ক্ষেত্রে আদি নকশার মূল থিম একই রকম থাকছে। কিছু গয়নাতে আবার পুরনো নকশার সঙ্গে আধুনিক মোটিফের সমন্বয়ে ঘটেছে। এ ছাড়াও থাকছে পুঁতি, পাথর, এন্টিক ও মেটালের গয়নার সব এক্সক্লুসিভ কালেকশন। ভারী ও হালকা নানা সাইজের গয়নায় ফুটে উঠেছে ট্রাইডাল লুক। ধাতব গয়নার ক্ষেত্রে এ বছরও জনপ্রিয়তা ধরে রেখেছে রূপা। এ ছাড়া পিতল, ব্রোঞ্জ, ব্রাস মেটালের গয়নায় মুক্তা, পুঁতি, বিডস, স্টোন দিয়ে কারুকাজ করে নতুনত্ব আনা হয়েছে। স্টোন ও মেটালের গয়নাগুলো ডায়মন্ড কাটের আদলে তৈরি হওয়ায় যোগ হয়েছে বাড়তি উজ্জ্বলতা। এসব গয়না শাড়ি, কামিজ, ফতুয়া, টপসসহ যে কোনো পোশাকের সঙ্গে দারুণ মানিয়ে যায় বলে চাহিদাও বেশ। রাজধানীর নিউমার্কেট এলাকার দুবাই মার্কেটের তৃতীয় তলার স্টোন গ্যালারির কর্নধার শফিক জানালেন, গত ২ দিন ধরে বেচাকেনা ভালো হচ্ছে। মেটালের বড় গয়নার চাহিদা বেশি। এ ছাড়া বাহারি রঙের সুতা ও পাটের উপরে পুঁতি, স্টোন দিয়ে ডিজাইন করা হাল্কা গয়নার বিক্রিও ভালো। রূপালী গয়না এখন খুব ট্রেন্ডি। এর পাশাপাশি মেটাল, পুঁতি, বিডস, স্টোনসহ বিভিন্ন ধরনের গয়নাও বিক্রি হচ্ছে দেদার। এবার পুরনো দিনের জমিদারি আমলের গয়নাগুলো আধুনিকভাবে তৈরি করা হয়েছে। মাটির তৈরি কিছু বিশেষ ডিজাইনের গয়নাও এসেছে বাজারে। পশু-পাখি, ময়ূর, প্রজাপতি, ফুল-পাতার নকশা, প্রাকৃতিক নানা মোটিফের পাশাপাশি জ্যামিতিক মোটিফে ডিজাইন রয়েছে এগুলোতে। যাদের ধাতুতে অ্যালার্জি আছে তারা কিনছেন সুতা দিয়ে ডিজাইন করা হয়েছে চুড়ি ও গলার মালা। সুতার সঙ্গে বিভিন্ন ধাতব নকশাও থাকছে। ছোট-বড় ধাতব লকেটেও ঝোলানো হয়েছে রঙিন সুতা। এ ছাড়া ন্যাচারাল ডাই, মখমলসহ বিভিন্ন ফেব্রিকসের লম্বা মালা, চন্দ্রহার, সুতার কাজ করা গলার হার ও কানের দুলের পসরা দেখা গেছে। আরো আছে কাঠের ওপর হ্যান্ড পেইন্ট ও বিভিন্ন রঙের বিডস দিয়ে তৈরি গয়না। আর দামেও রুপা বা মেটাল গয়নার তুলনায় সাশ্রয়ী হওয়ায় পোশাকের সঙ্গে মিলিয়ে কিনতে বাজেট নিয়ে তেমন ভাবতে হচ্ছে না ক্রেতাদের। নিউমাকের্টে ভাবীকে নিয়ে গয়না কিনতে এসেছেন শিউলী। হাতে ঈদের পোশাকটি নিয়ে এ-দোকান ও-দোকান ঘুরেও মিল করে কানের দুল খুঁজে পাচ্ছিলেন না তারা। কপালের ঘাম মুছতে মুছতে শিউলী বললেন, কানের দুলসহ অনেক কিছুই কিনতে হবে। কিন্তু ঠিকঠাক মেলাতে পারছি না। ভিড়ের কারণে দোকানে ঢুকে দেখে পছন্দ করাটা কষ্টকর হয়ে যাচ্ছে। গয়না কেনার বেলায় দামের বিষয়টা মাথায় রাখেন না বলে জানালেন তিনি। গয়নার দোকান শৈলীর স্বত্বাধিকারী তাহমিনা শৈলী বলেন, তরুণীরা সব সময়ই সাজপোশাকের অনুষঙ্গে পরিবর্তন পছন্দ করেন। সেই বিষয়টি মাথায় রেখেই প্রতি ঈদেই গয়নার নকশার ধারা পরিবর্তন হয়। এবারো তার ব্যতিক্রম হয়নি। ঈদ যেহেতু ভ্যাপসা গরমের মধ্যে হবে, তাই আরাম আর স্বস্তির কথা মাথায় রেখেই গয়না তৈরিতে কাপড়, কড়ি, পুঁতির মালা ব্যবহার করেছি। দেখতেও সুন্দর। এগুলো হাল্কা বলে গরমে ঘামে অস্বস্তি হবে না। আর রাতের জমকালো সাজের জন্য পাথর-পুঁতি দিয়ে রুপার তৈরি গয়নাগুলো ক্রেতাদের স্বস্তি আর আভিজাত্য দু-ই ধরে রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App