×

বিনোদন

নোলক মুক্তিতে বাধা নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০১৯, ০২:৫২ পিএম

নোলক মুক্তিতে বাধা নেই
আদালতের রায়ের ওপর নির্ভর করছিল পরিচালক ইস্যুতে বিতর্কিত ‘নোলক’ ছবিটির মুক্তি। ছবিটির পরিচালক হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করার জন্য রাশেদ রাহার দায়ের করা মামলার শুনানি হওয়ার কথা ছিল ২৯ মে। কিন্তু এই শুনানির তারিখ পেছানো হয়েছে। ‘নোলক ছবি নিয়ে পরবর্তী শুনানি হবে ১০ জুন। ৫ জুন ঈদ হলে শুনানির আগেই ঈদে মুক্তি পেয়ে যাবে ছবিটি। কারণ ছবিটি মুক্তিতে কোনো নিষেধাজ্ঞা নেই। গত বুধবার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য ১০ জুন পরবর্তী দিন ধার্য করেন। জানা গেছে, বুধবার শুনানির কথা থাকলেও সমন না আসায় শুনানি হয়নি। গত ২৯ এপ্রিল সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় ঘোষণামূলক মামলাটি করেন রাশেদ রাহা। এখানে ছবির প্রযোজক সাকিব সনেটকে প্রধান আসামি করে এ মামলা করা হয়। তার ধারাবাহিকতায় গত বুধবার শুনানি হওয়ার কথা ছিল। ‘নোলক’ সিনেমার মুক্তির সময় রাশেদ রাহাকে আনুষ্ঠানিকভাবে পরিচালক হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। কিন্তু পরবর্তী সময় রাশেদ রাহার ঠিকমতো কাজ না করার অভিযোগ তুলে প্রযোজক সাকিব সনেট নিজেই ছবিটি শেষ করার দায়িত্ব নেন। তিনিই ছবিটির পরিচালক হিসেবে কাজ করেন। ছবিটির সেন্সর সার্টিফিকেট ইস্যু হয়েছে সাকিব সনেটের নামেই। রাশেদ রাহা বলেন, আমি আদালতে উপস্থিত হয়েছিলাম। জজ সাহেব এসেই নতুন শুনানির তারিখ ঘোষণা করলেন। ১০ তারিখে শুনানি হবে। মামলা চলছে কিন্তু ছবি মুক্তিতে তো নিষেধাজ্ঞা আসেনি। তাই আমি পরাজিত সৈনিকের মতো নিজের ‘নোলক’কে অন্যের নামে ‘বেস্ট অফ লাক’ বলতে বাধ্যই হচ্ছি। সময় সবকিছু মানিয়ে নেয়, ফিরিয়ে দেয়।’ ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে ছবিতে শাকিব খান, ববি ছাড়াও আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, ওমর সানী, মৌসুমীসহ অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App