×

খেলা

ব্রিটিশ ঐতিহ্যের ছোঁয়ায় ঝলমলে উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০১৯, ১১:১২ এএম

ব্রিটিশ ঐতিহ্যের ছোঁয়ায় ঝলমলে উদ্বোধন
অবশেষে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরের পর্দা উঠল। ব্রিটিশদের ইতিহাস-ঐতিহ্যের ছোঁয়া লেগে থাকা বাকিংহ্যাম প্যালেসের সামনে দ্য মল নামক স্থানে আকর্ষণীয় এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল বিশ্বকাপের। ইংল্যান্ডে বড় কোনো অনুষ্ঠান কিংবা আয়োজন থাকলে বেছে নেয়া হয় দ্য মলকে। বিশ্বকাপের মতো বড় আসরের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য তাই এই জায়গাটিকেই বেছে নেন আয়োজকরা। উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করতে বাকিংহ্যাম প্যালেসে ছুটে যান ১০ দলের অধিনায়ক। সেখানে রানীর সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি আনুষ্ঠানিক ফটোসেশন সম্পন্ন করেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে একে একে মঞ্চে হাজির হন ১০ দলের অধিনায়ক। সবার আগে মঞ্চে আসেন র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরের দল আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নাইব। এরপর শ্রীলঙ্কার দলপতি দিমুথ করুনারত্নে, উইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার, বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ, অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস, ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান একে একে মঞ্চে উপস্থিত হন। র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে এবারেরত্ন্বেকাপে অংশ নিচ্ছে স্বাগতিক ইংল্যান্ড। সবার আগে মরগানের অনুভ‚তি জানতে চান উপস্থাপক। নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মরগান বলেন, বিশ্বকাপে কোনো দলকে নেতৃত্ব দিতে পারাটা আনন্দের। আমরা এবার স্বাগতিক হিসেবে অংশ নিচ্ছি। চেষ্টা করব শিরোপা জিততে। এরপর নিজের অনুভ‚তি প্রকাশ করতে গিয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেন, বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। আমরা এখন উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে অবস্থান করছি। এবার মূল লড়াইয়ের পালা। আমার দল প্রস্তুত। আশা করি, বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি টুর্নামেন্ট হবে। এ ছাড়া অতীতের ব্যর্থতা এবার ঘুচাতে চান বলে জানিয়েছেন প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিস। এরপর কিছুক্ষণ নাচ-গানের তালে মেতে উঠেন দ্য মলে উপস্থিত দর্শকরা। অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ হিসেবে যোগ হয় অংশ নিতে আসা ১০ দলের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ৬০ সেকেন্ডের স্ট্রিট ক্রিকেট। যেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও অভিনেত্রী জয়া আহসান। ৬০ সেকেন্ডে ২২ রান তুলতে সমর্থ হন তারা। এই প্রতিযোগিতায় জয়ী হন অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা। যেখানে অজিদের হয়ে প্রতিনিধিত্ব করেন সাবেক পেসার ব্রেট লি ও টেনিস তারকা ক্রিশ হিউজ। তারা তোলেন ৭৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ রান তুলেন ইংল্যান্ডের প্রতিনিধিরা। আর সর্বনিম্ন ১৯ রান তোলেন ভারতের দুই প্রতিনিধি সাবেক স্পিনার অনিল কুম্বলে ও অভিনেতা ফারহান খান। মূল পর্ব শুরুর আগেই ক্রিকেট লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে দিল এই স্ট্রিট ক্রিকেট। হারজিত এখানে মোটেই প্রধান বিষয় ছিল না, ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে দেয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। এই পর্ব শেষে ট্রফি হাতে মঞ্চে উপস্থিত হন ২০১৫ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে শিরোপা জেতানো অধিনায়ক মাইকেল ক্লার্ক। তারপর বিশ্বকাপের অফিসিয়াল থিম সং পরিবেশনের মাধ্যমে শেষ হয় প্রায় ১ ঘণ্টার এই উদ্বোধনী অনুষ্ঠান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App