×

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে এক বাংলাদেশি আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০১৯, ০৫:৩৫ পিএম

ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে এক বাংলাদেশি আটক

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় রুবেল নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বৃহস্পতিবার ভোরে রত্নাই সীমান্তের ৩৮২ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফের সদস্যরা তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক এসএম সামিউন্নবী চৌধুরী। আটককৃত রুবেল আহমেদ (২৩) বালিয়াডাঙ্গী উপজেলার উদয়পুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

বিজিবির অধিনায়ক এসএম সামিউন্নবী চৌধুরী বলেন, রাতে রুবেল সীমান্তের ৩৮২ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফের ১৭১ নম্বর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App