×

জাতীয়

টঙ্গীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই ডাকাত নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০১৯, ১০:২০ এএম

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে টঙ্গী ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। নিহতদের নাম ব্লেড বাবু ও নেংড়া নান্নু বলে জানা গেছে। নিহতদের মধ্যে ব্লেড বাবু উত্তরার কোড বাড়ি এলাকার আওয়ামী লীগ নেতা আকবরের বাড়ির ভাড়াটিয়া। তার বিরুদ্ধে ছিনতাইয়ের অসংখ্য অভিযোগ রয়েছে। তাকে দুর্ধর্ষ এবং ভয়ঙ্কর ছিনতাইকারী হিসেবে এলাকাবাসী চেনে বলেও দাবি করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, দুটি সুইজগিয়ার, দুটি চাকু ও সাতটি মোবাইল উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গতকাল বুধবার রাতে র‌্যাব-১ এর একটি টহল টিম টঙ্গীসহ আশপাশের এলাকায় টহল দিচ্ছিল। এ সময় একদল ডাকাত টঙ্গী ব্রিজের উপর অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করছিল। পরে র‌্যাব-১ সদস্যরা এগিয়ে গেলে ডাকাতদল দৌঁড়ে ব্রিজের দিকে যায়। এক পর্যায়ে র‌্যাব সদস্যরা তাদের পিছু নিয়ে ব্রিজের নিচে গেলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় র‌্যাবের গুলিতে ডাকাত দলের সদস্য ব্লেড বাবু ও নেংড়া নান্নু গুলিবিদ্ধ হয় এবং অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ওই দুই ডাকাতকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App