×

জাতীয়

আজ জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০১৯, ১০:৩৩ এএম

আজ জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের এ দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন তিনি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতাও তিনি। প্রতি বছর এ দিনটিকে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী হিসেবে পালন করে বিএনপি। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ বছর ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আজ ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও কালো পতাকা অর্ধনমিত রাখা হবে। সকাল ১০টায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হবে এবং ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল ও কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি দুস্থদের মধ্যে কাপড়, ইফতার বিতরণ করবে। এ ছাড়া সারা দেশে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও কালো পতাকা অর্ধনমিত থাকবে। দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হয়েছে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে গত কয়েক দিনে আলোচনা সভা ও ইফতারের আয়োজন করা হয়েছে। জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App