×

জাতীয়

নারায়ণগঞ্জে প্রবীর হত্যা মামলার আসামি পিন্টুর মৃত্যুদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০১৯, ০৪:২১ পিএম

নারায়ণগঞ্জে প্রবীর হত্যা মামলার আসামি পিন্টুর মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ হত্যা মামলায় আসামি পিন্টু দেবনাথকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আরেক আসামি বাপানে ভৌমিককে সাত বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলা থেকে খালাস পেয়েছেন এলাকার ‘বড়ভাই’ খ্যাত আব্দুল্লাহ আল মামুন। বুধবার (২৯ মে) দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমান। এ সময় আদালতে উপস্থিত ছিলেন প্রবীর হত্যার প্রধান আসামি পিন্টু দেবনাথ ও বাপানে ভৌমিক। জামিনে ছিলেন আবদুল্লাহ আল মামুন। নারায়ণগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত প্রবীর হত্যা মামলায় আসামি পিন্টু দেবনাথের মৃত্যুদণ্ড, বাপানে ভৌমিকের সাত বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন। গত ১০ সেপ্টেম্বর এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল হয় আদালতে। গত বছরের ১৮ জুন রাতে নিখোঁজ হন স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষ। পরে ৯ জুলাই শহরের কালীরবাজার এলাকা থেকে পিন্টু দেবনাথ ও বাপানে ভৌমিককে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের দেওয়া তথ্যমতে, রাতেই শহরের আমলাপাড়া এলাকার রাশেদুল ইসলাম ঠাণ্ডু মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে প্রবীরের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ১০ জুলাই এই দুইজনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App