×

পুরনো খবর

গাড়ির যত্ন নিয়ে প্রয়োজনীয় টিপস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০১৯, ০৩:৪৫ পিএম

গাড়ির যত্ন নিয়ে প্রয়োজনীয় টিপস
সময়মতো ব্রেক ফ্লুইড পরিবর্তন করা : গাড়ির নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্রেক গুরুত্বপূর্ণ। ব্রেকেও একধরনের ফ্লুইড ব্যবহৃত হয়। এই ফ্লুইড কমে গেলে ব্রেকের কার্যক্ষমতা হ্রাস পায়। ব্রেকের ব্যবহার বেশি হলে ব্রেকের ভারসাম্য নষ্ট হয়। তখন গাড়ির ব্রেক অ্যাডজাস্ট করতে হয়। এতেও কাজ না হলে ব্রেক ফ্লুইড পরিবর্তন করতে হয়। গিয়ার অয়েল পরিবর্তন করা : দেশের অধিকাংশ গাড়ি স্বয়ংক্রিয় গিয়ারে পরিচালিত হয়। এই গিয়ার সিস্টেমে শুধু ‘ডি’ দ্বারা ড্রাইভ করা গেলেও ইঞ্জিন তার প্রয়োজনমতো গিয়ার শিফট করে থাকে। যথাযথ গিয়ার শিফটিংয়ের জন্য গিয়ার বক্সে একধরনের তরল পদার্থ ব্যবহৃত হয়। একে গিয়ার ফ্লুইড বলে। গিয়ার শিফটিংয়ে যদি গাড়িতে ত্রু টি দেখা দেয় অথবা গিয়ার দেওয়ার পরে যদি দেরিতে গাড়ির ইঞ্জিন কাজ করে, তাহলে গিয়ার ফ্লুইড বদলাতে হয়। স্পিডোমিটারের সতর্কসংকেত : গাড়িতে ব্যাটারি বা ইঞ্জিন অয়েল ঠিকমতো কাজ না করলে একধরনের সাইন প্রদর্শিত হয়। যদি হঠাৎ এসে আবার সে সাইন চলে যায়, তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই। তবে সব সময় সে সাইন থাকলে দেরি না করে বিষয়গুলো চেক করা উচিত। তাহলে অল্পতেই সমস্যার সমাধান হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App