×

বিনোদন

পুনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে সৌরভের “আ স্ক্রিবল স্টোরি”

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০১৯, ১২:২৭ পিএম

পুনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে সৌরভের “আ স্ক্রিবল স্টোরি”
আসন্ন ৯ম পুনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে নির্মাতা ফরিদুল আহসান সৌরভের ‘আ স্ক্রিবল স্টোরি’।এবারের আসরে এক্সপেরিমেন্টাল চলচ্চিত্র বিভাগে অন্যান্য মোট ছয়টি চলচ্চিত্রের সাথে অফিসিয়াল সিলেকশন পায় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। মহারাষ্ট্রের পুনে শহরে নবম বারের মত আয়োজিত পাঁচদিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসব আগামী ৭ই জুন শুরু হয়ে চলবে ১১ তারিখ পর্যন্ত। ‘আ স্ক্রিবল স্টোরি’ টাইটেলের ১০ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটি মূলত একটি অভিনব উপায়ে গল্প বলার প্রয়াস। নির্মাতা ফরিদুল আহসান সৌরভ জানান, প্রতিদিনকার জনজীবনে চেনাজানা বলা না বলা গল্পের ভিজুয়ালাইজেশন নিয়ে এই চলচ্চিত্রটির পরীক্ষণ। যেখানে স্থান পেয়েছে জীবনের প্রত্যাশিত-অপ্রত্যাশিত উত্থান-পতন, সফলতা বিফলতা, আশা নিরাশা আর অপেক্ষার দৃশ্যকাল্পিক রুপায়ন। যেখানে স্থান কালভেদে এলেমলো এই গল্পগুলো সার্বজনীন বলা হয়েছে। বাস্তবিক অর্থে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত হওয়া সত্ত্বেও সে গল্পগুলো যেন দৃশ্য ও শব্দের সমন্বয়ে পরস্পরের সাথে কোন না কোনভাবে একসূত্রেই গাঁথা। উল্লেখ্য যে এবছরের শুরুতেই রোমানিয়ার ক্লুজ নাপোকায় অনুষ্ঠেয় “টুয়েলভ মান্থস ফিল্ম ফেস্টিভাল”এ জুরি বিচারে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সেরা এক্সপেরিমেন্টাল চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App