×

খেলা

টাইগারদের প্রতিপক্ষ ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০১৯, ০১:৩৭ পিএম

টাইগারদের প্রতিপক্ষ ভারত
আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের পর এবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যদিও বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হয়। নিজেদের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে আজ কার্ডিফের সোফিয়া গার্ডেনে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। স্টার স্পোর্টস নেটওয়ার্কের সৌজন্যে গাজী টিভিতে ম্যাচটি সরাসরি দেখা যাবে। ৩০ মে বৃহস্পতিবার থেকে ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর। টুর্নামেন্টকে সামনে রেখে নির্ধারিত দুটি প্রস্তুতিমূলক ম্যাচের মধ্যে ইতোমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে কোহলিরা। কিউইদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে কার্যত বিশ্বকাপ অভিযান শুরু করে মেন ইন ব্লু রা। গত শনিবার ইংল্যান্ডের কিংসটনে হেসে খেলে ৬ উইকেটে বিরাট কোহলিদের হারায় কিউইরা। ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারিয়ে গৌরবময় শুরু করেছিল টাইগাররা। দ্বাদশ আসরের মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে হার দিয়ে শুরু করা ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় পেতে চায় মাশরাফি বাহিনী। অন্যদিকে টপ ফেভারিট ভারতও জয় ছাড়া কিছু ভাবছে না। যেহেতু প্রস্তুতি ম্যাচগুলো অফিসিয়াল ম্যাচ নয়, তাই এই ম্যাচে দলগুলো তাদের স্কোয়াডে থাকা ১৫ জন সদস্যকেই খেলাতে পারবে। কার্ডিফে গতকাল বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটা ভেসে যাওয়ায় সবচেয়ে অখুশি হওয়ার কথা সাব্বিরের। তবুও তিনি খুবই হাসিখুশি থাকারই চেষ্টা করলেন। এবং বললেনও, ম্যাচ না হলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। দল ভালো ‘শেপে’ আছে, আছেন তিনিও। তিনিও! কীভাবে? আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বেশির ভাগ ম্যাচে ব্যাটিং করার সুযোগই হয়নি সাব্বিরের। ফাইনালে যাও-বা পেলেন, ফিরেছেন কোনো রান না করেই। কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটাও গেল বৃষ্টিতে ভেসে। তবুও সাব্বির কীভাবে খুব ভালো অবস্থানে আছেন, সেটি ব্যাখ্যা করলেন এভাবে, আমি অনুশীলনে বিশ্বাস করি। অনুশীলন যদি ভালোভাবে করতে পারি ম্যাচে ভালো আত্মবিশ্বাস পাই। ম্যাচ যেহেতু খেলতে পারিনি, অনুশীলন থেকেই আত্মবিশ্বাস নিচ্ছি। পর্যাপ্ত ম্যাচ না খেলা তো আছেই, সাব্বিরের সামনে আরেকটি চ্যালেঞ্জ, একাদশে জায়গা পেতে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের নায়ক মোসাদ্দেক হোসেনের সঙ্গে। এ চ্যালেঞ্জটাও তার কাছে নতুন নয়। ২০১৫ বিশ্বকাপে তাকে একাদশে জায়গা পেতে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল নাসির হোসেনের সঙ্গে। এবার সেখানে এসেছেন মোসাদ্দেক। সাব্বির বলছেন, এ চ্যালেঞ্জ নিতেও তিনি প্রস্তুত। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর আত্মবিশ্বসের রসদ খুঁজে পাচ্ছে বাংলাদেশ। অপরাজিত থেকে শিরোপা জয়ের সুখস্মৃতি নিয়ে এবার মুখোমুখি হচ্ছে ভারতের। যদিও পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টি বাধায় পরিত্যক্ত হয়। বৃষ্টি বাধায় একটি বলও মাঠে গড়ায়নি মাশরাফিদের প্রথম প্রস্তুতি ম্যাচের। টাইগার ব্যাটসম্যানরা আছেন ধারাবাহিক ফর্মে। এ ছাড়া মাশরাফির নেতৃত্বে বোলিংয়েও রয়েছে প্রতিপক্ষকে চাপে ফেলার সক্ষমতা। এমন প্রেক্ষাপটে ভারতের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছেন না দলপতি মাশরাফি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App