×

খেলা

ছোট দলের বড় স্বপ্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০১৯, ১০:৫০ এএম

ছোট দলের বড় স্বপ্ন
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপের ১২তম আসর। অংশগ্রহণকারী ১০ দল নিয়ে দেশে-দেশে চলছে চুলচেরা বিশ্লেষণ। ক্রিকেটবোদ্ধাদের দৃষ্টিতে আন্ডারডগ দলগুলোর সম্ভাবনা নিয়ে বেশি বিশ্লেষণ না থাকলেও বড় দলগুলোর সম্ভাবনা নিয়ে চারদিকে সরগরম। প্রতিটি বিশ্বকাপেই ছোট দলের বড় স্বপ্ন থাকে। মানুষই স্বপ্ন দেখে, স্বপ্ন দেখা অন্যায় নয়। স্বপ্ন আছে বলেই মানুষ আজ সভ্য পৃথিবী গড়ে তুলতে পেরেছে। স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা, যেখানে ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে। ঘটনাগুলো কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় সত্যি বলে মনে হয়। স্বপ্ন হলো ধারাবাহিক কতগুলো ছবি ও আবেগের সমষ্টি যা ঘুমের সময় মানুষের মনের মধ্যে আসে। এগুলো কল্পনা হতে পারে, অবচেতন মনের কথা হতে পারে, বা অন্য কিছুও হতে পারে, শ্রেণিবিন্যাস করা বেশ কষ্টকর। সাধারণত মানুষ অনেক স্বপ্ন দেখে, তবে সবগুলো মনে রাখতে পারে না। স্বপ্নের অর্থ সম্পর্কে ভিন্ন ভিন্ন লোক ভিন্ন ভিন্ন মতামত পোষণ করেছে যা সময় এবং সংস্কৃতির মাধ্যমে স্থানান্তরিত হয়েছে। স্বপ্ন নিয়ে যত কথাই বলি না কেন। এবার বিশ্বকাপে অংশ নেয়া ১০ দলের অধিনায়ক ম্যাচ শুরুর আগে একই স্বপ্ন দেখেন, তা হচ্ছে ম্যাচ জেতা। এবার ফেভারিট তকমা নিয়ে বিশ্বকাপ শুরু করছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আর বাংলাদেশ, উইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান আন্ডারডগ তকমা পেয়েছে। তবে এই ছোট দলগুলোই বিশ্বকাপ জয়ের বড় স্বপ্ন দেখছে। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজকে হারিয়ে শিরোপা জেতা মাশরাফি বাহিনীকে সবাই সমীহ করছে। ছোট দল হিসেবে এবার বিশ্বকাপে সবাইকে চমকে দিতে পারে বাংলাদেশ। রিকি পন্টিং, ওয়াসিম আকরাম, আকাশ চোপড়া, অনীল কুম্বলে থেকে শুরু করে সব জাঁদরেল বিশ্লেষকদের দৃষ্টিতে টাইগাররা অনায়াসে সেমিফাইনালে জায়গা করে নেবে। র‌্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে থাকা স্টিভ রোডসের শিষ্যরা এবার আন্ডারডগ হিসেবে বিশ্বকাপ জিতলে অবাক হওয়ার কিছুই থাকবে না। আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তলানিতে মানে দশম স্থানে রয়েছে আফগানিস্তান। তাই এবার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে আফগানদের ছোট দল হিসেবেই গণ্য করা হচ্ছে। ২০১৫ সালে প্রথম বিশ্বকাপে অংশ নেয়া এ দলটিকে ঘিরে বড় স্বপ্ন দেখছেন রশিদ-নবিরা। আফগান প্রধান নির্বাচক জানিয়েছেন এই বিশ্ব আসরে ভয়ডরহীন ক্রিকেট খেলতে চান তারা। বিশ্ব ক্রিকেটে আফগানদের উত্থানের পেছনে এই একজনের অবদান আলাদা করেই বলতে হবে। ছোট দলের বড় তারকা বলা হয় তাকে। শুধু বড় তারকা বললে ভুল হবে, বিশ্ব ক্রিকেটে এখন সেরা বোলারদের তালিকা করলে রশিদ খানকে রাখতেই হবে ওপরের দিকে। লেগ স্পিনারদের মধ্যে তো রশিদ এখন তর্কসাপেক্ষে এক নম্বর। এ ছাড়া ওপেনার জাজাই, হাসমতউল্লাহ এবং মোহাম্মদ নবিকে বাদ দিয়ে বিশ্বকাপের আসর ভাবাই যায় না। তাদের বর্তমান পারফর্ম বিশ্লেষণ করে বোঝাই যাচ্ছে, আফগানরা যেদিন জ্বলে উঠবেন, সেদিন কোনো প্রতিপক্ষই আফগানিস্তানের জন্য বড় নয়। আগামী ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামবে আফগানিস্তান। তাতে বড় দল থাকলেও লক্ষ্য অর্জনে নিজেদের সেরাটা উজাড় করে দেবেন আফগানরা। র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার বিশ্বকাপে বাছাইপর্বের বাধা পেরিয়ে এসেছে আফগানিস্তান ও উইন্ডিজ। ১৯৭৫ এবং ১৯৭৯ সালের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ শক্তিতে দুর্বল হলেও এ বিশ্বকাপে জ্বলে উঠতে পারে। দলটির মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল তো বিশ্বকাপ জেতার ঘোষণা দিয়েছেন। অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে ১৯৯৬ সালে আন্ডারডগ হিসেবে বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। এবার র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা সিংহলিজরা ছোট দল হিসেবে বিশ্বকাপে অংশ নিচ্ছে। দিমুথ করুণারত্নে বাহিনী এবার বিশ্বকাপে চমক দেখাবে বলে বিশ্লেষকরা আশাবাদী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App