×

খেলা

সাকিবে মুগ্ধ পন্টিং

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০১৯, ০২:০০ পিএম

সাকিবে মুগ্ধ পন্টিং
বর্তমানে টাইগার অলরাউন্ডার সাকিবের দুর্দান্ত পারফরমেন্স দেখে মুগ্ধ হননি, এমন দর্শক ক্রিকেট বিশ্বে খুঁজে পাওয়া দুষ্কর। ক্রিকেট মাঠে ব্যাট ও বল হাতে তার দাপট নতুন কিছু নয়। তা ছাড়া বিশ্বকাপ শুরুর আগে আইসিসির সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার এখন সাকিব আল হাসান। বর্তমানে তার যে ফর্ম ও বয়স আরো কয়েক বছর যে ক্রিকেট বিশ্বে দাপিয়ে বেড়াবেন তাতে কোনো সন্দেহ নেই। এবার টাইগার অলরাউন্ডার সাকিবের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপজয়ী খেলোয়াড় এবং সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি টাইগার দলের সাকিবকে বেছে নিয়েছেন বিশ্বকাপের ডেঞ্জার ম্যান হিসেবে। বিশ্বকাপকে সামনে রেখে একটি ভিডিও প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই ভিডিওতে পন্টিংকে প্রশ্ন করা হয়, এবার বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে কে ভয়ঙ্কর হতে পারেন। উত্তরে পন্টিং বলেন সাকিব আল হাসানের নাম। বিশ্বকাপের নাড়ি-নক্ষত্র জানেন রিকি পন্টিং। বিশ্বকাপ অভিজ্ঞতায় পন্টিংয়ের জুড়ি নেই। ক্রিকেটের সেরা এ টুর্নামেন্টে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড তার। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছেন দুবার। বিশ্বকাপ নিয়ে পন্টিং তাই কোনো কথা বললে সেটি অন্যরকম গুরুত্ব পায়। তাই পন্টিংয়ের কাছেই সাকিব আল হাসানের গুরুত্ব অন্যরকম। তার মতে ডেঞ্জার ম্যান সাকিব আন্তর্জাতিক, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের সব অভিজ্ঞতা মিলিয়ে বিশ^কাপে তুরুপের তাস হতে পারেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেন, বিশ^কাপে বাংলাদেশের জন্য আমার ডেঞ্জার ম্যান হবেন সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে খেলে আসছেন এ বাঁ-হাতি অলরাউন্ডার। এই ক্রিকেটার মিডল অর্ডারে ব্যাট করে এবং বিভিন্ন জায়গায় রান করে থাকেন। স্কয়ার অব দ্য উইকেট তার শক্তির জায়গা। ব্যাকওয়ার্ড পয়েন্ট ও থার্ড ম্যান অঞ্চলেও রান তুলতে পারেন। স্পিনার হিসেবে কখনোই বলে অত টার্ন ছিল না সাকিবের কিন্তু ২২ গজে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তাই সাকিবের বোলিংয়ের ব্যাপারে পন্টিং বলেছেন, বিশেষ করে বোলার হিসেবে ও খুব স্মার্ট ও চালাক। বলে তেমন টার্ন নেই কিন্তু সে বলের গতি সব কিছুই নিয়ন্ত্রিত করতে পারে। গতির বৈচিত্র্যে খুবই ভালো তিনি এবং দেখতে খুবই আক্রমণাত্মক ক্রিকেটার। বেশির ভাগ ফিঙ্গার স্পিনাররা এখন উইকেট টু উইকেট বল করে থাকে, রান থামাতে চেষ্টা করেন। সাকিব এ ক্ষেত্রে বেশ ব্যতিক্রম। গতি ও ফ্লাইটে পরিবর্তন এনে উইকেট নেয়ার চেষ্টা করেন তিনি। এ ছাড়া অজি কিংবদন্তি আরো বলেছেন, বেশ অভিজ্ঞ একজন ক্রিকেটার সাকিব। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। বিগ ব্যাশ খেলেছে। গত ৪-৫ ধরে তো আইপিএলে খেলছে নিয়মিত। বিশ্বকাপে বাংলাদেশের তুরুপের তাস হতে পারে। খুব সম্ভবত সাকিবের পরেই আমি তামিমকে রাখব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App