×

তথ্যপ্রযুক্তি

হুয়াওয়ে হাঁটছে কোন পথে...

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০১৯, ০৪:১৪ পিএম

হুয়াওয়ে হাঁটছে কোন পথে...
যুক্তরাষ্ট্রের আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে খারাপ সময় পার করছে হুয়াওয়ে। এ পরিস্থিতিতে চীনভিত্তিক টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানটির ব্যবসায় কার্যক্রম ঘিরে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এদিকে ব্রিটিশ বহুজাতিক সেমিকন্ডাক্টর এবং সফটওয়্যার ডিজাইনার এআরএম হোল্ডিংস হুয়াওয়ের ব্যবসা কার্যক্রম ঘিরে সৃষ্ট অনিশ্চয়তা আরো বাড়িয়ে দিয়েছে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে তাদের কর্মীদের জানিয়েছে মার্কিন নিষেধাজ্ঞা মেনে তারা হুয়াওয়ের সঙ্গে সব ধরনের ব্যবসায় কার্যক্রম স্থগিত করবে। এর ফলে নেটওয়ার্ক সরঞ্জাম এবং ডিভাইসের নকশা নিয়েও বিপদে পড়বে হুয়াওয়ে। এআরএমের অভ্যন্তরীণ নথির উদ্ধৃতি দিয়ে এমনটাই জানিয়েছে বিবিসি।
মার্কিন বাণিজ্য বিভাগ হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ ও কালো তালিকাভুক্ত করে। এ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে নিজেদের নেটওয়ার্ক সরঞ্জাম ও ডিভাইস বিক্রি করতে পারবে না প্রতিষ্ঠানটি। পাশাপাশি নিজেদের নেটওয়ার্ক সরঞ্জাম এবং মোবাইল ডিভাইস তৈরির জন্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো থেকে কোনো ধরনের হার্ডওয়্যার, সফটওয়্যার কিংবা সেমিকন্ডাক্টর পণ্য ক্রয় করতে পারবে না। বিষয়টি হুয়াওয়ের ব্যবসা কার্যক্রমের জন্য বড় ধরনের হুমকি হয়ে দেখা দিয়েছে। কারণ বাণিজ্য নিষেধাজ্ঞা মেনে প্রতিষ্ঠানটিতে সফটওয়্যার, হার্ডওয়্যার কিংবা সেমিকন্ডাক্টর পণ্য সরবরাহের কার্যক্রম বন্ধে বাধ্য হচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। গুগল এরই মধ্যে হুয়াওয়ের ডিভাইসের জন্য জনপ্রিয় ওপেন সোর্স অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েডের সমর্থন সীমিত করার ঘোষণা দিয়েছে। অর্থাৎ হুয়াওয়ের অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা এখন থেকে গুগলের কোর সেবাগুলো পাবেন না। এআরএম হোল্ডিংস হুয়াওয়ের সঙ্গে ব্যবসা কার্যক্রম স্থগিতের বিষয়ে এক বিবৃতিতে জানায়, তারা যেসব প্রযুক্তিপণ্যের নকশা করে, সেগুলোতে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করা হয়। কাজেই হুয়াওয়ে বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত এবং বিধি-নিষেধ তারা মেনে চলবে। বিবিসিকে এক বিশ্লেষক জানিয়েছেন, হুয়াওয়ের ওপর মার্কিন বাণিজ্য বিভাগের নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে বহাল থাকলে তা প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রমের জন্য এক অপূরণীয় ক্ষতি হবে। কারণ হুয়াওয়ের বেশির ভাগ নিজস্ব চিপ এআরএম হোল্ডিংসের প্রযুক্তি ব্যবহার করে নকশা করা হয়। জাপানভিত্তিক সফটব্যাংক গ্রুপ করপোরেশন অধিগ্রহণের আগ পর্যন্ত যুক্তরাজ্যের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ছিল এআরএম হোল্ডিংস। যুক্তরাষ্ট্রে এ প্রতিষ্ঠানের আটটি কার্যালয় রয়েছে। বিবৃতিতে এআরএমের সিদ্ধান্তের বিষয়ে হুয়াওয়ে জানিয়েছে, আমরা ব্যবসায় অংশীদারদের সঙ্গে সম্পর্কের সর্বোচ্চ মূল্যায়ন করি। আমরা বুঝতে পারছি, অংশীদারদের অনেকেই রাজনৈতিক সিদ্ধান্তের কারণে চাপের মুখে রয়েছে। শিগগিরই এসব বিষয়ে সুরাহা হবে। হুয়াওয়ে নেটওয়ার্ক সরঞ্জাম ও স্মার্টফোনের পাশাপাশি নিজস্ব প্রসেসর তৈরি করে আসছে। প্রতিষ্ঠানটি ফোনের জন্য মাইক্রোচিপ তৈরি করত চীনে তাদের নিজেদের প্রতিষ্ঠান হাইসিলিকন সেমিন্ডাক্টরের মাধ্যমে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App