×

খেলা

মাশরাফিদের নিয়ে থিম সং

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০১৯, ১২:৫৬ এএম

মাশরাফিদের নিয়ে থিম সং
মাশরাফিদের নিয়ে থিম সং
ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপ শুরু হচ্ছে ৩০ মে, চলবে ১৪ জুলাই পর্যন্ত। ১৯৯২ সালের ফরম্যাট ফিরিয়ে আনা হয়েছে এবারের আসরে। ১০ দলের সবাই একে অন্যের বিপক্ষে খেলে সেরা চার দল যাবে সেমিফাইনালে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসরকে সামনে রেখে ইংল্যান্ডের কার্ডিফে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। এবার টাইগারদের কাছ থেকে দেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা বেশি। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা বাংলাদেশের এবারে লক্ষ্যটা অনেক দূর। প্রকাশ করা হলো বাংলাদেশ দলের অফিসিয়াল বিশ্বকাপ ‘থিম সং’ আইসিসি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা সঙ্গীতশিল্পী প্রকাশ করে থাকেন ‘থিম সং’। বিশ্বকাপের আগে পুরো জাতিকে উন্মাদনার মাতাতে থিম সংয়ের বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইউনিলিভারের উদ্যোগে ‘বুকের ভেতর আছে বিশ্বস, খেলবে টাইগার জিতবে টাইগার’ শিরোনামে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ দলের থিম সং। মিরপুরের হোম অব ক্রিকেটে প্রেস কনফারেন্স রুমে গতকাল বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল থিম সং প্রকাশ করেন বাংলদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির মিডিয়া উইংয়ের চেয়ারম্যান জালাল ইউনুস। থিম সং প্রকাশের সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন ও ইউনিলিভারের মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার। এ ছাড়া চমৎকার থিম সং প্রকাশের সময় ইংল্যান্ডের কার্ডিফ থেকে স্কাইপিয়ের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। স্কাইপির মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা থিম সং সম্পর্কে জানান, গানটি অসাধারণ হয়েছে পাশাপাশি লাইফবয়কে ধন্যবাদ জানিয়েছে এমন থিম সং বানানোর জন্য। এ সময় তিনি সবার কাছে দোয়া চান। ইউনিলিভারের মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার বলেন, আমি এমন একটি কাজ করতে পেরে বেশ আনন্দিত। এর আগেও আমরা টাইগারদের নিয়ে ড্রেসিং রুমে একটি ভিডিও বানিয়েছি, যেটার নাম ছিল টাইগার রাইজিং। আশা করি, টাইগারদের নিয়ে থিম সং আপনাদের খুব ভালো লাগবে। এখানে গানে পাঁচ দেখানো হয়েছে, যার মানে আমাদের দেশের বাচ্চার যদি পাঁচবার হাত ধোয়ার অভ্যাস করে তাহলে তারা অনেক রোগ থেকে ভালো থাকবে। https://youtu.be/CjhSoAisg1k

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App