×

খেলা

দুশ্চিন্তায় ইংল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০১৯, ০৩:৪৪ পিএম

দুশ্চিন্তায় ইংল্যান্ড
আসন্ন বিশ্বকাপের দিন চারেক আগে কোনো কোনো দলে খেলোয়াড়দের ইনজুরি নিয়ে দুশ্চিন্তা শুরু হয়ে গেছে। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান পড়েছেন চোটে, প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে স্ট্রেচারে মাঠ ছেড়েছেন লঙ্কান ওপেনার অভিষেক ফার্নান্ডো। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের দুশ্চিন্তা বাড়ালেন অধিনায়ক ইয়ন মরগান। শুক্রবার অনুশীলনে বাঁহাতের আঙুলে চোট পান তিনি। দ্রুত হাসপাতালে নেয়া হয় তাকে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষে থেকে জানানো হয়, মরগানের হাতে এক্সরে করানো হবে। রিপোর্ট হাতে পাওয়ার পর চোটের গভীরতা জানা যাবে। ধারণা করা হচ্ছে, এ চোটে কমপক্ষে এক সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান। আর ৩০ মে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে মরগানের নেতৃত্বেই ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। ফাইনালে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ইংলিশরা। ইংল্যান্ডের হয়ে ২২২ ম্যাচে মরগানের সংগ্রহ ৬ হাজার ৯৭৭ রান। সবশেষ পাকিস্তানের বিপক্ষে মরগানের অধিনায়কত্বে ৪-০তে সিরিজ জেতে ইংল্যান্ড। ওয়ানডে ক্যারিয়ারে ১২ সেঞ্চুরি ও ৪৫ ফিফটি রয়েছে মরগানের নামের পাশে। এবারের ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় ইংল্যান্ডকেই ফেভারিট মানছেন সবাই। ঘরের মাঠে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে ইংলিশরাও। এর আগে তিনবার ফাইনালে উঠেও ট্রফি জয়ের স্বাদ নিতে পারেনি থ্রি লায়নরা। ১৯৭৯ সালে প্রথমবার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯২ রানে হারের অভিজ্ঞতা হয় ইংলিশদের। ১৯৮৭ সালে নিজেদের দ্বিতীয় ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৭ রানে হার দেখে ইংল্যান্ড। সবশেষ ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ২২ রানে হেরে অধরা থেকে যায় স্বপ্নের বিশ্বকাপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App