×

খেলা

টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০১৯, ০২:১১ পিএম

টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান
বিশ্বকাপের দ্বাদশ আসর শুরুর আগে নিজেদেরকে আরো ভালো করে ঝালাই করতে অংশগ্রহণকারী প্রতিটি দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। তারাই ধারাবাহিকতায় আজ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে। এটি টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচ হলেও পাকিস্তানের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। এরআগে তারা গত শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ৩ উইকেটে হেরে যায়। অন্যদিকে বাংলাদেশ রয়েছে দারুণ ছন্দে। সদ্যই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় শিরোপা জয় করেছে মাশরাফিরা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে সেরাটা খেলে জয়ের জন্য মুখিয়ে আছেন সাকিব-তামিম-মুশফিকরা। সেই সঙ্গে ইংলিশ কন্ডিশন বুঝতেও এই ম্যাচ গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে মনে করছে টাইগাররা। যদিও প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। সবশেষ চারটি ম্যাচেই পাকিস্তানিদের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার আগে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নেয়াটাই আসল কাজ। লেস্টার থেকে কার্ডিফ যাওয়ার পরই প্রথম অনুশীলন করে মাশরাফিরা। গতকালও রয়েছে পুরো দলের অনুশীলন। কার্ডিফ সময় দুপুর ২টায় সোফিয়া গার্ডেনস ক্রিকেট গ্রাউন্ডে প্রাকটিস টাইগার স্কোয়াডের। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ জিতে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় মাশরাফিরা। সেই লক্ষ্যে অনুশীলনে সিরিয়াস আত্মবিশ্বাসী টাইগার শিবির। ওদিকে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হোঁচট খেয়েছে পাকিস্তান। ওয়ানডে র‌্যাংকিংয়ের দশ নম্বরে থাকা আফগানিস্তানের কাছে ৩ উইকেটে হেরেছে সরফরাজ আহমেদরা। এর আগে ইংল্যান্ড সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ স্বাগতিকদের কাছে ৪-০ তে হেরেছে পাকিস্তান। তাই বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় পেতে মরিয়া থাকবে তারাও। প্রস্তুতি ম্যাচ হলেও টাইগার দলের কেউই ম্যাচটিকে হালকাভাবে নিচ্ছেন না। প্রত্যেকটি ম্যাচই তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচ থেকে নিজেদের ভুলগুলো শুধরে নেয়ার সুযোগ পাবেন তারা। ভুল শুধরে নেয়ার পাশাপাশি নিজেদের শানও দেয়ার সুযোগও পাচ্ছেন তামিম, সৌম্যরা। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর হচ্ছে, বর্তমানে কারো চোট সমস্যা নেই। এই সুখবরটা দিয়েছেন পেসার রুবেল হোসেন। তিনি নিজেই ছিলেন ইনজুরিতে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন। বিশ্বকাপের আগে তার চোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিলই। তবে রুবেল বলেন, আলহামদুলিল্লাহ ভালো। আমি এখন সম্পূর্ণ ফিট। লাস্ট ৪-৫টা সেশনে আমি ফুল স্পিডেই বোলিং করেছি। রুবেলের চেয়ে বড় দুশ্চিন্তা ছিল সাকিব আল হাসানকে নিয়ে। বিশ্বসেরা এই অলরাউন্ডার ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে সাইড স্ট্রেইনে ছিটকে পড়েন। ফলে গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচটিতে মাঠে নামতে পারেননি। এ ছাড়া কাঁধের সমস্যার কারণে মাহমুদউল্লাহর বোলিংটা অনেকদিন ধরেই পাচ্ছে না টিম বাংলাদেশ। স্বস্তির বিষয় হলো, মাহমুদউল্লাহ অনুশীলনে টুকটাক বোলিং করছেন। সাকিবও ব্যাটে বলে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। রুবেল আরো জানান, দলের কারোরই এখন তেমন সমস্যা নেই। তিনি বলেন, আমি যতদূর জানি, সাকিব ভাই এখন ভালো আছে। তিনি বোলিং করছেন, ফিল্ডিং করছেন, সবকিছুই ঠিকভাবে করতে পারছেন। তার কাছ থেকে শুনেছি, তিনি এখন ভালোই। আমার মনে হয় না, টিমে এখন কারোরই ইনজুরি আছে। বাংলাদেশ তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কার্ডিফের সোফিয়া গার্ডেনে আগামী ২৮ মে ভারতের মুখোমুখি হবে। এরপরই টাইগাররা লন্ডনে উড়াল দেবেন এবং সেখানে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App