×

জাতীয়

গণফোরামের ইফতারে পার্টিতে আওয়ামী লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০১৯, ০৯:২৪ পিএম

গণফোরামের ইফতারে পার্টিতে আওয়ামী লীগ

গণফোরামের ইফতারে আওয়ামী লীগ নেতা ফারুক খান

গণফোরামের উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে অংশ নিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান। ইফতার পার্টিতে অংশ নিয়ে ইফতারের আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে ফারুক খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ তাই ইফতার পার্টিতে অংশ নিতে পারেননি। প্রধানমন্ত্রী আমাকে তার পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন’।

আজ রোববার কাকরাইলের ঈসা খাঁ হোটেলে এই ইফতারের আয়োজন করা হয়।

একাদশ সংসদ নির্বাচনের আগে গত অক্টোবরে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর এই প্রথম কোনো অনুষ্ঠানে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিনিধি অংশ নিল।

ইফতারে বিএনপি নেতাদের মধ্যে ড. আব্দুল মঈন খান, ফজলুর রহমান, মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বিকল্পধারা বাংলাদেশ’র শাহ আহমেদ বাদল, জাতীয় ঐক্য প্রক্রিয়ার মিলু চৌধুরী প্রমুখ অংশ নেন।

এ ছাড়া অর্থনীতিবিদ রেহমান সোবহান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, আইনজীবী ব্যারিস্টার মঈনুল হোসেনও ইফতারে অংশ নেন।

গণফোরামের নেতাদের মধ্যে নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, প্রেসিডিয়াম সদস্য এম মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, আফসারী আমিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানের শেষে ড. কামাল হোসেন রাজনৈতিক দলের নেতাদের ইফতারে অংশ নিতে ধন্যবাদ জানান। তবে তিনি কোনো রাজনৈতিক বক্তব্য রাখেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App