×

তথ্যপ্রযুক্তি

এবার ৩০০ কোটি অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০১৯, ০৪:২০ পিএম

এবার ৩০০ কোটি অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক
গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মার্চের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুক তাদের প্ল্যাটফর্ম থেকে ৩০০ কোটি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে। এটি সামাজিক মাধ্যমটি কর্তৃক সরানো সবচেয়ে বেশি অ্যাকাউন্টের পরিমাণ। অন্যদিকে প্রতি মাস যে পরিমাণ সক্রিয় ব্যবহারকারী রয়েছে ফেসবুকের তার মধ্যে ৫ শতাংশই ভুয়া অ্যাকাউন্ট বলেও জানায় মাধ্যমটি। ফেসবুক যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে উঠে এসেছে এই তথ্য। বর্তমানে মাধ্যমটির মাসে সক্রিয় ব্যবহারকারী রয়েছে ২৩৮ কোটি। ফেসবুক বলছে, তারা মাধ্যমটি থেকে ঘৃণামূলক কনটেন্ট, অপরাধ, মাদক, নগ্নতাসহ অন্য হিংসাত্মক কনটেন্ট সরানোর সময় এসব অ্যাকাউন্টের সন্ধায় পায় এবং বন্ধ করে দেয়। ফেসবুকের ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্ট গুই রোজেন এ ব্লগ পোস্টে জানান, জাল অ্যাকাউন্ট সনাক্ত করার কাজ শুরু করার পর দেখা গেছে, যারা এমন কাজ করে তারা আরো কিছু অ্যাকাউন্ট খুলেছে ওই সময়ে মধ্যে। সেগুলোও ভুয়া বা জাল। আমরা সেগুলো সরাতে শুরু করার পর স্বয়ংক্রিয়ভাবে তা বেড়ে গেছে। তাই এর পরিমাণটাও অনেক হয়েছে। এই ভুয়া অ্যাকাউন্টের বেশিরভাগই তৈরি করেছে স্প্যামাররা। যারা অন্যের অ্যাকাউন্ট নকল করে প্রতারণার কাজ করে যাচ্ছিল বলে জানান রোজেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App