×

খেলা

সাকিবের লক্ষ্য শিরোপা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০১৯, ০৪:২৯ পিএম

এবার দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপ আসর বসবে ক্রিকেটের জন্মভ‚মিতে। বৈশ্বিক এই আসরে কে-কার বিপক্ষে কেমন খেলবে, কীভাবে ম্যাচ জিতবে এমন ছক কষছে অংশগ্রহণকারী দশটি দলের কোচ ও অধিনায়করা। তবে বাংলাদেশ দল এবার বিশ্বকাপ শিরোপা জিততে পারে এমন সম্ভাবনা দেখছেন বর্তমানে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব আল হাসান। ভারতের ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশকে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন সাকিব। এবার বিশ^কাপের আসরে ইংল্যান্ড ও ভারত ফেভারিটের তকমা নিয়ে খেলতে যাচ্ছে। তবে বিশ^সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করিয়ে দিলেন ক্রিকেট খেলা হয় মাঠে, কাগজে-কলমে নয়। অনিশ্চয়তার এই খেলায় যে কোনো ?কিছু ঘটতে পারে। এ ছাড়াও বিশ্বকাপে খেলতে ইংল্যান্ডে উড়াল দেয়ার আগে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলে গেছেন, বাংলাদেশ বিশ্বকাপ জিতলে অঘটন হবে না। সাকিব আরো বলেন, আমি মনে করি এইবার সত্যিই টুর্নামেন্ট জেতার সুযোগ আছে। টুর্নামেন্টের ফরম্যাট মাথায় রেখে আমাদের অবশ্যই ধারাবাহিকভাবে খেলতে হবে। যদি সেটা করতে পারি তাহলে আমরা নকআউটে উঠব এবং সেখান থেকে আরও সামনে যেতে পারবো। এবার আমরা ভালো কিছু করব আমি বিশ্বাস করি। সম্প্রতি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে প্রথম কোন ত্রিদেশীয় ট্রফি জিতেছে টাইগারা। এই জয়ের আত্মবিশ্বাস বাংলাদেশ কাজে লাগাবে এমনটা মনে করেন সাকিব। তিনি বলেন, ব্যক্তিগতভাবে অবশ্যই আমি চাই যে বাংলাদেশ এইবার ট্রফি জিতুক। এই স্বপ্ন বাস্তব করতে অনেক ব্যাপার একসঙ্গে কাজে লাগাতে হবে। আমি আইপিএলে বেশি ম্যাচ খেলিনি, অনেক খাটতে হয়েছে। তবে বিশ্বকাপের প্রস্তুতিতে চোখ ছিল। সেই অনুশীলন সেশনে আমি আমার সবটুকু দিয়েছি এবং চেষ্টা করেছি সেখান থেকে নিজের সেরাটা বের করে আনতে। গত কয়েক বছরে ধারাবাহিক পারফরমেন্স দিয়ে বিশ্ব ক্রিকেটে বেশ নামডাক কুড়িয়েছে বাংলাদেশ। তাই বিশ্বকাপ টুর্নামেন্টে ভালো করতে যে অভিজ্ঞতা দরকার এবার তা আছে বলে মনে করছেন সাকিব। বাঁ হাতি এ স্পিনার বলেন, আমাদের অভিজ্ঞতা আছে। দলে কয়েকজন খেলোয়াড় আছে যারা তিন-চারটি বিশ্বকাপে খেলেছে। এটা ভালো ব্যাপার কারণ কি করা উচিত তা বুঝতে পারব। শুরুতেই আমাদের ভালো করতে হবে। আমি আত্মবিশ্বাসী, যে কেউ নিজেদের দিনে যে কাউকে হারাতে পারে। ৩০ মে ইংল্যান্ড-ওয়েলসে শুরু হবে বিশ্বকাপ। ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App