×

মুক্তচিন্তা

বাংলার শিশুরাও হচ্ছে প্রোগ্রামার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০১৯, ১০:০৭ পিএম

আমাদের নীতিনির্ধারক বা পণ্ডিতরা এটি মানতেই চান না। তারা এখনো উচ্চ মাধ্যমিক স্তর বা তার ওপরে প্রোগ্রামিং শেখানোর কথা ভাবেন। শিশুরা যে অনেক বেশি সৃজনশীল, ওরা যে ভাবতে পারে, গড়তে পারে সেটিও তারা অনুভব করেন না। আমাদের পুরো শিক্ষাব্যবস্থা এই পশ্চাৎপদ ভাবনার শিকার। যতদিন এই বদ্ধ ধারণা থেকে আমরা বের হতে পারব না ততদিন আমরা ডিজিটাল বিপ্লবের উপযোগী মানবসম্পদ তৈরি করতে সক্ষম হবো না।

ক’দিন আগে প্রোগ্রামিং বিষয়ে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের একটি মন্তব্য আমাদের দেশের পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে। মন্তব্যটি এ রকম : স্কুলেই কোডিং শিখানো উচিত। স্কুলেই কোডিং শেখা গেলে পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে চার বছরের ডিগ্রি নেয়ার প্রয়োজন পড়বে না। সম্প্রতি ১৬ বছর বয়সী লিয়াম রোজেন ফেল্ড অ্যাপলের কাছ থেকে বৃত্তি পেয়েছেন। বৃত্তি পাওয়ার ফলে অ্যাপলের আসন্ন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার সম্মেলনে (ডাবলুডাবলুডিসি) অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেছেন তিনি। বৃত্তি পাওয়া সেই লিয়ামের উদাহরণ দিয়ে টিম কুক বলেন, ছোট বয়সে শেখা কোডিং চার বছরের ডিগ্রির চেয়ে ভালো ফল দিতে পারে। কোডিংয়ে পারদর্শী হতে চার বছরের ডিগ্রির প্রয়োজন নেই। তিনি মনে করেন স্নাতক করাটা প্রচলিত চিন্তা। হাই স্কুলেই কোডিং শিখালে লিয়ামের মতো শিক্ষার্থীদের তৈরি করা অ্যাপ আমরা অ্যাপ স্টোরেই পাব। খবরটির সঙ্গে যুক্ত তথ্য হলো অ্যাপল ছোটদের প্রোগ্রামিং শেখার জন্য সুইফট নামের একটি প্রোগ্রামিং ভাষাও প্রকাশ করেছে। সুইফট ২০১৫ সালের ৩ ডিসেম্বর প্রকাশ করা হয়। এটি ওপেনসোর্স প্রোগ্রামিং ভাষা এবং এখন পর্যন্ত অ্যাপল ও লিনাক্সে এটি কাজ করে। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ’১৯ সালে এ কথা বললেও বিশেষত উন্নত বিশ্বের শিক্ষাব্যবস্থাই গড়ে উঠেছে শিশুদের প্রোগ্রামার বানানোর লক্ষ্যকে চিন্তায় রেখে। ব্যতিক্রম কেবল আমরা। শিশুদের প্রোগ্রামার বানানো তো দূরের কথা সাধারণ প্রাতিষ্ঠানিক শিক্ষাতেও পরিবর্তন আনতে চাই না আমরা। অতি কষ্টে আমরা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তথ্যপ্রযুক্তি নামক একটি বিষয় পাঠ্য করলেও তার সংকট নিরসন করা এখনো হয়ে উঠেনি। এমনকি শিশুদের জন্য যেটি চেয়েছিলাম সেটির পূর্ণরূপ এখনো দেখতে পাইনি। তবে সান্ত¡না হলো যাত্রাটা শুরু করা গেছে। টানেলের শেষ প্রান্তে আলো : সেই ’৯৯ সাল থেকে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল স্থাপন করে শিশুদের কম্পিউটারের সঙ্গে, প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত করার চেষ্টা করে আসছিলাম। কিন্তু পারছিলাম না। নিজে ৩২টি আনন্দ মাল্টিমিডিয়া স্কুল গড়ে তুলে তাতে শিশুদের কম্পিউটার ব্যবহার করানো শেখাতে পারলেও ২০১১ সালের আগে সেই স্কুলগুলোর ক্লাসরুম ডিজিটাল করা যায়নি। প্রোগ্রামিং শেখানো তো কল্পনারও বাইরে ছিল। অবশেষে ২০১৮ সালে একটি অসাধারণ কাজের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করা গেল। সেবারই আনুষ্ঠানিকভাবে শিশুদের প্রোগ্রামার বানানোর জাতীয় পর্যায়ের মহৎ কর্মযজ্ঞের সূচনা হতে পারল। গত ৩০ অক্টোবর ১৮ তথ্যপ্রযুক্তি বিভাগের বিসিসি মিলনায়তনে প্রথম জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৯ : ২০১৯ সালেও আয়োজিত হতে যাচ্ছে জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা। সারাদেশে ৬৪ জেলায় ২০০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবে জেলা পর্যায়ে জুনিয়র স্ক্র্যাচ, স্ক্র্যাচ ও পাইথন সিনিয়র-জুনিয়র এই চার বিভাগে প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে জেলা পর্যায়ের ২০০টি ল্যাবে শুরু হবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ। প্রত্যেকটি ল্যাবে ওই অঞ্চলের সবকটি স্কুলের শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিতে পারবে। প্রতিটি ল্যাবে গড়ে ৭৫ জন করে দেশব্যাপী প্রায় ১৫ হাজার শিক্ষার্থীকে এই প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ ছাড়া কিছু প্রশিক্ষক তাদের নিজেদের উদ্যোগে প্রতিযোগীদের প্রশিক্ষণ দিচ্ছেন। প্রতিযোগিতা শুরুর আগে আইসিটি শিক্ষক এবং ল্যাব প্রশিক্ষক তার ল্যাবের সেরা প্রতিযোগীদের বাছাই করবেন। প্রতি ল্যাব থেকে স্ক্র্যাচ জুনিয়রের ৩ জনের টিম, স্ক্র্যাচের জন্য ৩ জন করে টিম গঠন করা হবে, ৬টি টিমে মোট ১৮ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেবে। পাইথনের জন্য প্রতিটি ল্যাব থেকে ১৫ শিক্ষার্থী এককভাবে অংশ নেবে। প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে জেলা পর্যায়ে ক্যাম্প ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২০ মে ’১৯ পর্যন্ত দ্বিতীয় জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন এমনটা হবে বলেই স্থির করার কথা আছে। তবে তথ্যপ্রযুক্তি বিভাগের মন্ত্রিত্বের দায়িত্ব ২০ মে থেকে আমার নিজের হাতে না থাকায় চূড়ান্তভাবে এটি কেমন হবে সেটি নিশ্চিত করে বলতে পারছি না। আশা করছি এর কোনো ব্যত্যয় হবে না। এখনকার ছক অনুসারে পরবর্তী ধাপে জেলা পর্যায়ে বিজয়ীদের নিয়ে জাতীয় ক্যাম্প ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সাভার শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে। প্রতি জেলা থেকে বিজয়ী স্ক্র্যাচ টিম এবং বিজয়ী পাইথন প্রতিযোগীরা জাতীয় ক্যাম্পে যোগ দিয়ে ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেবে। প্রশিক্ষক প্রশিক্ষণ : ২২ ও ২৩ মে ’১৯ রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) ট্রেনিং অব ট্রেইনার্স অনুষ্ঠিত হয়েছে। সেখানে দুই দিনব্যাপী পাইথন, স্ক্র্যাচ জুনিয়র ও স্ক্র্যাচের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এতে অংশ নিয়েছেন নির্বাচিত ল্যাবগুলোর আইসিটি শিক্ষক, ইয়ং বাংলা থেকে নির্বাচিত ল্যাব কো-অর্ডিনেটর, জেলা কো-অর্ডিনেটর, অন্যান্য স্কুল থেকে আগত শিক্ষকরা। ২২ তারিখে আমি নিজে এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলাম। অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেছি- তাদের প্রশ্নের উত্তর দিয়েছি এবং এত বিপুলসংখ্যক প্রশিক্ষণার্থী দেখে মুগ্ধ হয়েছি। বিশেষ করে নির্ধারিত ল্যাবগুলোর বাইরে থেকেও যে প্রশিক্ষণে অংশ নিতে এসেছিল সেটি অসাধারণ ও মুগ্ধ করার মতো। জেলা ক্যাম্প : স্ক্র্যাচ প্রতিযোগিতা হচ্ছে দলভিত্তিক, প্রতি দলে ৩ জন করে ছাত্রছাত্রী থাকছে। প্রতি ল্যাব থেকে ৬টি দলে মোট ১৮ জন অংশ নিচ্ছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ শেষে তারা জেলা ক্যাম্পের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি জুনিয়র এবং নবম থেকে দশম শ্রেণি সিনিয়র হিসেবে প্রত্যেকে আলাদাভাবে অংশগ্রহণ করছে। এই ক্যাম্পটি হচ্ছে তিন দিনের। মে মাসের মধ্যেই জেলা ক্যাম্প আয়োজিত হওয়ার কর্মসূচি রয়েছে। জাতীয় ক্যাম্প : শিক্ষার্থীদের জেলা পর্যায়ে স্ক্র্যাচ জুনিয়র, স্ক্র্যাচ ও পাইথন প্রতিযোগিতা সম্পন্ন হলে জেলাভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে পরবর্তী সময়ে ঢাকায় দুই দিনব্যাপী ‘পাইথনভিত্তিক জাতীয় ক্যাম্প’ এবং দুই দিনের ‘স্ক্র্যাচ জুনিয়র, স্ক্র্যাচভিত্তিক জাতীয় ক্যাম্প’ আয়োজন করা হবে। প্রতি জেলার স্ক্র্যাচ জুনিয়র, স্ক্র্যাচ ও পাইথন বিজয়ীদের ঢাকার জাতীয় ক্যাম্পে একদিন উন্নত প্রশিক্ষণ প্রদান করা হবে। দ্বিতীয় দিন প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে বিজয়ী নির্বাচিত করা হবে। সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান : আমরা আশা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে অংশগ্রহণকৃত সব প্রতিযোগীর (স্ক্র্যাচ জুনিয়র, স্ক্র্যাচ ও পাইথন) উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করবেন। এটিও আশা করছি যে, প্রতিযোগিতাটি প্রতি বছরই আয়োজিত হবে। স্বপ্ন ও সূচনা : কম্পিউটারের সঙ্গে শিশুদের সম্পর্ক গড়ে তোলার জন্য প্রথম সাফল্যজনক কর্মসূচি আমি নিয়েছিলাম ১৯৯৯ সালে। সেই বছরের ২৪ ডিসেম্বর ঢাকার গাজীপুরের ছায়াবীথিতে আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের উদ্বোধন করেছিলেন ড. জামিলুর রেজা চৌধুরী ও তার স্ত্রী বেগম সেলিনা মল্লিক। ২০০০ সালের প্রথমদিন থেকে সেই স্কুলটি চালু হয়। এরপর ২০০১ থেকে ক্রমান্বয়ে ৩২টি আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের মাধ্যমে আমি শিশুদের সঙ্গে কম্পিউটারের সম্পর্ক গড়ে তোলার লড়াই করে আসছি। আমার স্কুলের ধারণা নিয়ে আরো অনেকে শিশুদের সঙ্গে তথ্যপ্রযুক্তির সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। স্কুলের নামের সঙ্গে মাল্টিমিডিয়া শব্দটি যুক্ত হতে থাকে বেশ ব্যাপকভাবে। তখন থেকেই ভাবছিলাম শিশুরা কি কেবল কম্পিউটার ব্যবহার করতেই শিখবে? তারা কি শৈশবেই প্রোগ্রামার হতে পারে না? সেই ভাবনা থেকে বের হতে পারি যখন আমার নিজের ঘরে শিশু প্রোগ্রামার গড়ে ওঠে। আমি দেখলাম আমার ছেলে বিজয় জব্বার স্ক্র্যাচ শিখছে এবং দারুণভাবে আনন্দিত মনে হচ্ছে ওকে। ২০০৮ সালে নিজের ঘরে বসে বিজয়কে দেখেছি শৈশবেই অতি চমৎকারভাবে স্ক্র্যাচ দিয়ে প্রোগ্রামিং করতে। আমার এই সন্তানকে দিয়েই আমি অনুভব করতে পেরেছি যে শৈশবের আগ্রহ থেকেই সে এখনকার কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়ে পারদর্শী হতে পেরেছে। যদি সে দিন তাকে প্রোগ্রামিংয়ের সঙ্গে যুক্ত করতে না পারতাম বা সমস্যা সমাধানের চ্যালেঞ্জ ও সৃজনশীলতার দিকে আকৃষ্ট করতে না পারতাম তবে আজকে আমার নিজের সন্তানটির দক্ষতা আমি গর্ব করে বলার মতো পেতাম না। আমার মনে আছে বিজয় যখন মালয়েশিয়ার মনাস বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা শুরু করে তখন তাকে স্ক্র্যাচের ধারণা এবং পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখানো শুরু হয়। কিন্তু আমাদের নীতিনির্ধারক বা পণ্ডিতরা এটি মানতেই চান না। তারা এখনো উচ্চ মাধ্যমিক স্তর বা তার ওপরে প্রোগ্রামিং শেখানোর কথা ভাবেন। শিশুরা যে অনেক বেশি সৃজনশীল, ওরা যে ভাবতে পারে, গড়তে পারে সেটিও তারা অনুভব করেন না। আমাদের পুরো শিক্ষাব্যবস্থা এই পশ্চাৎপদ ভাবনার শিকার। যতদিন এই বদ্ধ ধারণা থেকে আমরা বের হতে পারব না ততদিন আমরা ডিজিটাল বিপ্লবের উপযোগী মানবসম্পদ তৈরি করতে সক্ষম হবো না। বস্তুত বিজয়ের স্ক্র্যাচ শেখার আগ্রহ দেখার পর থেকেই নানাভাবে শিশুদের স্ক্র্যাচ শেখানোর উদ্যোগ নেয়ার চেষ্টা করি। তবে সফলতা আসে অনেক দেরিতে। মনে আছে ২০১৩ সালে দৈনিক গার্ডিয়ান পত্রিকার একটি প্রতিবেদনে পড়েছিলাম, সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো চার্লস ক্যানি বলেন, তরুণরা সহজে নতুন প্রযুক্তি গ্রহণ করতে পারে। নতুন প্রযুক্তিগুলো উদ্ভাবন ও শিক্ষার বড় বাহক হতে পারে এবং সারা দুনিয়া সেটি এখন উপলব্ধি করতে শুরু করেছে। এসব ভাবনা থেকে খুঁজতে থাকলাম শিশুদের সঙ্গে প্রোগ্রামিংয়ের সেতুবন্ধনটা গড়ে তোলার জন্য। ২০১৫ সালে আমার আনন্দ কম্পিউটার্সের থ্রিডি অ্যানিমেশন ব্যাচের শিক্ষার্থীদের স্ক্র্যাচ শেখানোর উদ্যোগ গ্রহণ করি। ২০-৩০ জনের একটি স্ক্র্যাচ প্রোগ্রামার দলও তৈরি করা হয়। ওদের উদ্যোগে একটি স্ক্র্যাচ দিবসও পালিত হয়। তবে স্ক্র্যাচ প্রশিক্ষক মাসুম সাহেবের অনাগ্রহ ও ব্যক্তিগত উচ্চাভিলাষের জন্য সেই উদ্যোগটি মাঝপথে হারিয়ে যায়। সেই ব্যর্থতার পর আবার নতুন করে যাত্রা শুরু করতে হয়।

মোস্তাফা জব্বার : তথ্যপ্রযুক্তিবিদ ও কলাম লেখক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App