×

খেলা

নেইমার-এমবাপ্পের ভবিষ্যৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০১৯, ০৪:৪৯ পিএম

নেইমার-এমবাপ্পের ভবিষ্যৎ
দলের দুই ফরোয়ার্ড নেইমার ও কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন ফরাসি ক্লাব পিএসজির কোচ টমাস টুশেল। যে কোনো মুহূর্তেই ক্লাব ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন এই দুই ফুটবলার এমনটিই মনে করেন তিনি। কয়েক দিন আগে এক অনুষ্ঠানে এমবাপ্পে বলেন, আমি পরিবর্তন চাই। আমি চাই অন্য কোথাও গিয়ে আরো বড় দায়িত্ব সামলাতে। আর নেইমারকে নিয়ে দলবদলের নাটকীয়তা তো চলতেই থাকে। ইউরোপের প্রায় সবগুলো বড় লিগই এখন শেষের দিকে। কয়েক দিন পরেই শুরু হবে দলবদলের পালা। আর সামনের দলবদলে নেইমার ও এমবাপ্পে ক্লাব ছাড়তে পারেন বলে শঙ্কা জেগেছে পিএসজি কোচ টুশেলের মনে। এ বিষয়ে গতকাল এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের ক্লাবে এমন অনেক ফুটবলার আছে যাদের অন্য ক্লাবগুলো কিনতে আগ্রহী। আমি বিশেষ করে নইমার ও এমবাপ্পের কথা বলব। এই দুই ফুটবলারকে পেতে বিশ্বের নামি দামি ক্লাবগুলো মুখিয়ে আছে। সত্যি বলতে, আমি চাই তারা পিএসজিতে থাকুক। কিন্তু তাদের ভাবনায় কী আছে সেটা আমি জানি না। মৌসুম এখন শেষের দিকে। জানি না, নতুন মৌসুমে তাদের পিএসজির জার্সিতে দেখা যাবে কিনা! আমি তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App