×

জাতীয়

দ্বিতীয় গোমতী ও মেঘনা সেতুর উদ্বোধন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০১৯, ১০:৩১ এএম

দ্বিতীয় গোমতী ও মেঘনা সেতুর উদ্বোধন আজ
আজ শনিবার উদ্বোধন হবে দ্বিতীয় গোমতী ও মেঘনা সেতু। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে নির্মিত সেতু দুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে সেতু দুটি চালু হলে রাজধানী ঢাকার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের সড়কপথের চলাচলে নবদিগন্তের সূচনা হবে। এ মহাসড়কে যানজটের তীব্রতা কমবে। এতে অতি অল্প সময়ে যাত্রীরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, আজ সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কে কোনাবাড়ী ও চন্দ্রা ফ্লাইওভার, কালিয়াকৈর, দেওহাটা, মির্জাপুর ও ঘারিন্দা আন্ডারপাস এবং কড্ডা-১ সেতু ও বাইমাইল সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ উদ্বোধন করবেন তিনি। এদিকে গত রবিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতু দুটির উদ্বোধনের কথা উল্লেখ করে বলেন, এর ফলে ঈদের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুর্ভোগ-ভোগান্তি কমে যাবে। মূলত ২০১৬ সালের জানুয়ারিতে শুরু হয় সেতুগুলোর নির্মাণ কাজ। মেঘনা এবং গোমতী সেতু নির্মাণ করেছে যৌথভাবে জাপানের ওবায়েশি করপোরেশন, সিমিজু করপোরেশন ও জেএফই ইঞ্জিনিয়ারিং করপোরেশন। দ্বিতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য ৯৫০ মিটার। ১২টি স্প্যানের ওপর নির্মিত চার লেনের সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১ হাজার ৭৫০ কোটি টাকা। ১৭ দশমিক ৭৫ মিটার প্রস্থের সেতুতে রয়েছে দেড় মিটার ফুটপাত। আর দ্বিতীয় গোমতী সেতুর দৈর্ঘ্য ১ হাজার ৪১০ মিটার। ১৭টি স্প্যানের ওপর নির্মিত চার লেনের এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১ হাজার ৯৫০ কোটি টাকা। সেতু দুটি নির্মাণে সময় লেগেছে তিন বছর পাঁচ মাস। নির্দিষ্ট সময়ের প্রায় সাত মাস আগে দ্বিতীয় কাঁচপুরসহ এই নতুন দুটি সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ায় সাশ্রয় হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন : দেশের দীর্ঘতম রেলপথ ঢাকা-পঞ্চগড়-ঢাকা রুটে স্বল্প বিরতির আন্তঃনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ চালু হচ্ছে আজ শনিবার। আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে। সেখানে উপস্থিত থাকবেন রেলপথমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন। এদিকে গতকাল শুক্রবার দুপুরে রেলপথমন্ত্রী ‘পঞ্চগড় এক্সপ্রেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানসহ সার্বিক কার্যক্রম পরিদর্শনে সিরাজুল ইসলাম রেলস্টেশনে যান। তিনি উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রম দেখেন এবং রেল বিভাগের কর্মকর্তাদের পরামর্শ দেন। এ সময় রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম, রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আফজাল হোসেন, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহম্মেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশনের মাস্টার মো. মোশাররফ হোসেন জানান, ট্রেনটি উদ্বোনের পর প্রথম যাত্রী হবেন রেলপথমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন। ট্রেনের প্রতিটি যাত্রী বিনামূল্যে ঢাকা যাবেন এবং সব যাত্রীর জন্য রয়েছে ইফতারের আয়োজন। রেল বিভাগ সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকা- এ রেল রুটের দূরত্ব ৫৯৩ কিলোমিটার, যা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ১০ ঘণ্টায় অতিক্রম করবে। ট্রেনটি প্রতিদিন দুপুর সোয়া ১২টায় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পৌঁছাবে রাত ১০টা ৩৫ মিনিটে। রাত ১২টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টা ৪৫ মিনিটে পঞ্চগড় পৌঁছাবে। যাত্রাপথে রুহিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, পাবর্তীপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে। ঢাকা থেকে আসার পথেও এসব স্টেশনে থামবে ট্রেনটি। ট্রেনটিতে আধুনিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও ভাড়া একতা ও দ্রুত যানের সমান রাখা হয়েছে। ট্রেনটির ৩০ শতাংশ আসন পঞ্চগড়ের জন্য, ৩০ শতাংশ দিনাজপুরের, ২৫ শতাংশ ঠাকুরগাঁওয়ের ও ১৫ শতাংশ পার্বতীপুরের জন্য নির্ধারিত থাকবে। সব মিলিয়ে প্রায় এক হাজার যাত্রী পরিবহন করবে ট্রেনটি। এ ট্রেন চালু হলে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সঙ্গে রাজধানীর যোগাযোগে সময় কম লাগবে। ব্যবসা-বাণিজ্যসহ পঞ্চগড়ের চা, ভূগর্ভস্থ নুড়ি পাথর, উৎপাদিত কৃষিপণ্য পরিবহন বাড়বে। এ ছাড়া বিরল ও বাংলাবান্ধা স্থলবন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি সহজতরসহ পর্যটন খাত ব্যাপক প্রসার লাভ করবে। ঈদের আগে নতুন এই ট্রেন সার্ভিস চালুর ফলে বেশ উপকৃত হবেন পঞ্চগড়ের মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App