×

খেলা

সুস্থ আছেন খাজা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০১৯, ০৩:৫৫ পিএম

সুস্থ আছেন খাজা
বিশ্বকাপের আগে বেশ ফুরফুরে মেজাজে আছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। স্মিথ এবং ওয়ার্নার নিষেধাজ্ঞা শেষে দলে ফেরায় অজিদের শক্তি আরো বেড়ে গেছে। তবে গত পরশু বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে বড় দুশ্চিন্তা ডেকে আনে অস্ট্রেলিয়া। নিজদের ঝালিয়ে নেয়ার এ ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ওপেনার উসমানা খাজা। অবশেষে বিশ্বকাপের আগে বড় কোনো দুঃসংবাদ শুনতে হয়নি অজিদের। কারণ উসমানা খাজা সুস্থ আছেন। গা গরমের ম্যাচে গত পরশু উইন্ডিজের বিপক্ষে সাউদাম্পটনের নার্সারি মাঠে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। অজিদের ব্যাটিংয়ের সময় আন্দ্রে রাসেলের করা বাউন্সার আঘাত হানে খাজার হেলমেটে। তখনই মাঠ ত্যাগ করেন এই ওপেনার। আশঙ্কা করা হচ্ছিল হয়তো বিশ্বকাপ শেষ খাজার। চোট পাওয়ার পর সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে স্ক্যান করানো হয়। তবে বড় কোনো চোটের সম্মুখীন হননি খাজা। তাকে ফিট ঘোষণা করা হয়েছে। তার মানে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যায়নি এই অজি ওপেনারের। খাজার ফিট হওয়ার খবর অজি ক্রিকেট দলের জন্য মঙ্গলকর। দারুণ ফর্মে থাকা খাজার ব্যাটিং নিশ্চয়ই বিশ্বকাপের মতো ইভেন্টে মিস করতে চাইবে না অস্ট্র্রেলিয়া ক্রিকেট দল। দলে ডেভিড ওয়ার্নার ফেরাতে বিশ্বকাপে তাকে তিনে ব্যাট করতে দেখা যেতে পারে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মূল মিশন শুরু হচ্ছে ১ জুন থেকে। এদিন আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে অ্যারোন ফিঞ্চের দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App