×

অর্থনীতি

বিমা খাতের নয় প্রস্তাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০১৯, ০৩:১০ পিএম

বিমা খাতের নয় প্রস্তাব
আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে কর অবকাশ বা ক্যাশ ইনসেনটিভের সুযোগ চেয়েছে বিমা মালিক ও নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)। একইসঙ্গে পুনঃবিমা প্রিমিয়ামের ওপর থেকে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারসহ ৯ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। বিভিন্ন সামাজিক বিমা পণ্য এবং বিভিন্ন স্বাস্থ্য বিমা ম্যাক্রো অর্থনীতির উন্নয়নে এবং উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের জীবনযাত্রার মানের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করে। সামাজিক জীবন যাত্রার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয়কে বিমা শিল্পের আওতায় আনতে যে বিশাল বিনিয়োগের প্রয়োজন তার জন্য বিমা কোম্পানিগুলোকে এবং গ্রাহকদের কর অবকাশের বা ক্যাশ ইনসেনটিভের সুযোগ দেয়া উচিত বলে মনে করে সংগঠনটি। পুনঃবিমা প্রিমিয়ামের কমিশনের ওপর মুসক প্রযোজ্য নয় বলে মনে করে বিমা ব্যবসায়ীরা। তাদের মতে, বিমা কোম্পানি প্রিমিয়াম গ্রহণ করলেই গ্রাহকের কাছ থেকে ১৫ শতাংশ হারে মূসক গ্রহণ করে তা সরকারি কোষাগারে জমা দেয়। যেহেতু একই বিষয়ের ওপরে ভ্যাট দেয়া হয়েছে, পুনরায় একই বিষয়ে ভ্যাট দেয়া হলে তা দ্বৈত করের শামিল হবে। নন-লাইফ ইন্স্যুরেন্সে স্বাস্থ্য বিমার ওপর ১৫ শতাংশ ভ্যাট মওকুফের দাবি করে সংগঠনটির পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়েছে, লাইফ ইন্স্যুরেন্সগুলো ভ্যাট না দিয়েই হেলথ্ ইন্স্যুরেন্স কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অথচ নন-লাইফ ইন্স্যুরেন্সকে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। ফলে হেলথ্ পলিসির মূল্য হার বেশি হচ্ছে। এতে প্রতিযোগিতামূলক বাজারে জনপ্রিয়তা পেতে বেগ পেতে হচ্ছে। হেলথ্ পলিসির ওপর থেকে ভ্যাট মওকুফ করা হলে অনেক গ্রাহকই হেলথ্ পলিসির আওতায় আসবে। জীবন বিমা পলিসি হোল্ডারদের পলিসি বোনাসের ওপর ৫ শতাংশ গেইন ট্যাক্স কর্তন বন্ধ করার দাবি জানিয়েছে বিমা মালিকরা। তাদের দাবি, ক্ষুদ্র পলিসি হোল্ডারদের পলিসি বোনাসের ওপর ৫ শতাংশ গেইন ট্যাক্স চালু অব্যাহত থাকলে দেশে লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা প্রতিনিয়ত কমতে থাকবে ও কোম্পানিগুলোর টিকে থাকা কষ্টসাধ্য হবে। এ ছাড়া বিমা এজেন্টদের উৎসে কর থেকে অব্যাহতি দেয়া, পুনঃবিমা প্রিমিয়ামের ওপর উৎসে কর রহিত করা এবং করপোরেট কর হার হ্রাস করার কথা বলা হয়েছে। বিআইএ বলছে, জলবায়ু পবির্তনের কারণে কৃষি খাত ক্রমাগত বিপন্ন হচ্ছে, যার ফলে কৃষকরা কৃষি কাজে অনিহা প্রকাশ করছে। তাই কৃষকদের জন্য কৃষি বিমা অপরিহার্য্য। কৃষি বিমা উন্নয়নে কৃষি বিমা প্রিমিয়ামের ওপর মূল্য সংযোজন কর এবং কৃষি বিমা থেকে অর্জিত মুনাফার ওপর করপোরেট কর হার রহিত করা প্রয়োজন মনে করছে সংগঠনটি। অনলাইনভিত্তিক বিমার প্রিমিয়ামের ওপর মূল্য সংযোজন কর রহিত করতেও জোর দাবি জানানো হয়। বিমা ব্যবসায়ীরা বলছেন, ভিশন-২০২০ বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে ইতোমধ্যে বিমা খাত অনলাইন পলিসি ইস্যু করার উদ্যোগ গ্রহণ করেছে। যা গ্রাহকদের সর্বোচ্চ বিমা সেবা দেয়ার পথকে সুগম করবে। আইসিটি কোম্পানিগুলোর মতো অনলাইনভিত্তিক পলিসির প্রিমিয়াম থেকে অর্জিত মুনাফার ওপর করপোরেট কর রহিত করা হলে গ্রাহকরা উৎসাহিত হয়ে বিমা সেবা গ্রহণ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App