×

বিনোদন

ঢাকায় একসঙ্গে হলিউডের ৩ সিনেমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০১৯, ০৩:২৮ পিএম

ঢাকায় একসঙ্গে হলিউডের ৩ সিনেমা
স্টার সিনেপ্লেক্সে আজ শুক্রবার থেকে একসঙ্গে হলিউডের তিনটি ছবি প্রদর্শিত হতে যাচ্ছে। ছবিগুলো হলো ‘জন উইক : চ্যাপ্টার ৩’, ‘ব্রাইটবার্ন’ এবং ‘আলাদিন’। জন উইক সিরিজের তৃতীয় কিস্তি ‘জন উইক : চ্যাপ্টার ৩’ পরিচালনা করেছেন ক্যাড স্টেহলস্কি। ভৌতিক ছবি ‘ব্রাইটবার্ন’-এর পরিচালক জেমস গুন। আর আলাদিন সিরিজের নতুন সংস্করণটি পরিচালনা করেছেন শালর্ক হোমসখ্যাত ব্রিটিশ পরিচালক গাই রিচি। ছবিটির সবচেয়ে বড় চমক, এতে আলাদিনের দৈত্যরূপে দেখা যাবে হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথকে। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘জন উইক’ ও ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘জন উইক : চ্যাপ্টার ২’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন কিয়ানু রিভস। যথারীতি এবারের পর্বেও প্রধান চরিত্রে থাকছেন তিনি।ছবিতে সোফিয়া চরিত্রে দেখা যাবে হ্যালি বেরিকে। ব্রাইটবার্ন সিনেমার কাহিনীতে দেখা যাবে নিঃসন্তান খামারি দম্পতি টোরি এবং কাইলি। অনেকদিন ধরে সন্তান লাভের চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। এ নিয়ে তারা মানসিকভাবে বিপর্যস্ত। একদিন আচমকা আকাশ থেকে একটি উল্কা এসে পড়ে তাদের খামারের পাশে। দুজন ছুটে গিয়ে দেখেন সেখানে একটি বাচ্চা পড়ে আছে। কয়েক বছর পর ব্র্যান্ডন আবিষ্কার করেন তার মধ্যে অতিমানবীয় শক্তি আছে। অন্যদিকে এক আশ্চর্য প্রদীপ, একটি দৈত্য, এক যুবক, আর সঙ্গে মিষ্টি প্রেমের গল্প এ নিয়েই আরব রূপকল্প ‘আলাদিন’। রিচির আলাদিনে বড় বদল ঘটেছে দৈত্যের ক্ষেত্রে। সেই নীল বাতির ভেতর থেকে বেরোনো দৈত্য ঠিক আছে, কিন্তু এ দৈত্য অনেক বেশি পিতৃসুলভ। রিচি মনে করেছেন, দৈত্যের চরিত্রটির বড় সুবিধা হলো এটি চরিত্র হিসেবেও শক্তিশালী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App