×

আন্তর্জাতিক

গেরুয়া ঝড়ে তছনছ মমতার সাজানো বাগান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০১৯, ১২:৩৫ এএম

পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসনের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৩ আসন। ১৮ আসনে জয় নিয়ে চমক দেয়া সাফল্য দেখিয়েছে বিজেপি। বাকি আসনটি গেছে কংগ্রেসের ঝুলিতে। খবর আনন্দবাজার। এবার লোকসভা নির্বাচনের শুরু থেকেই বিশেষ নজরে ছিল বাংলা। একদিকে মমতার ‘বিয়াল্লিশে বিয়াল্লিশের’ টার্গেট। অন্যদিকে অমিত শাহের ২৩ আসনে জেতার টার্গেট। বঙ্গভ‚মিতে পদ্মফুল ফোটাতে এবার ব্যাপক তৎপরতা নিয়ে ঝাঁপিয়ে পড়েন মোদি-শাহরা। ভোটের প্রচারে বারবার দিল্লি থেকে বাংলায় এসেছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। বাংলায় প্রচারে ‘বাংলায় পরিবর্তনের সূর্য উঠবে’ বলে স্লোগান তোলেন মোদি। নির্বাচনে বাংলায় এবার মমতাবাহিনীকে বড় ধরনের টক্কর দিল পদ্মবাহিনী। তবে লক্ষণীয় বিষয়টি হচ্ছে, এবারকার নির্বাচনে একটি আসনও পায়নি ২০১১ পর্যন্ত লাগাতার ৩৪ বছর বাংলায় ক্ষমতায় থাকা বাম দল সিপিআই (এম)। রাজ্যে এক সময় বামদের জনপ্রিয়তা থাকলেও আজ তা দূর অতীত। বিশে^ সমাজতন্ত্রে ধস নামার পর বাম দলগুলো যে সমর্থক হারিয়েছে, তারা কংগ্রেসের পরিবর্তে মূলত বেশি ঝুঁকেছে বিজেপির দিকেই। তৃণমূল কংগ্রেসকে থামানোর চেষ্টায় অনেক বাম ভোটার ও স্থানীয় নেতারাও আশ্রয় নেন বিজেপির ছায়ায়। নির্বাচনে মোদি বাহিনীকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোট গড়ে তুলতে যিনি ছিলেন মূল কাণ্ডারি সেই মমতা ফল ঘোষণার পর নীরবতা ভেঙে টুইটারে লিখেন, ভোটে হারা মানেই হেরে যাওয়া নয়। পাশাপাশি বিজয়ীদের যথারীতি অভিনন্দনও জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। নির্বাচনী ফল থেকে বোঝা যাচ্ছে গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে শক্ত অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে বিজেপি। ২০১৪ সালের নির্বাচনে এ রাজ্যে মাত্র দুটি আসনে জয়লাভ করে বিজেপি। তখন থেকেই রাজ্যে জোর প্রচারণা চালিয়ে এসেছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App