×

খেলা

গেইলদের নতুন জার্সি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০১৯, ০৩:৪৭ পিএম

গেইলদের নতুন জার্সি
দড়জায় কড়া নাড়ছে দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপ আসর। ক্রিকেটের জন্মভ‚মিতে আসরের পর্দা উঠতে আর বাকি মাত্র ৬ দিন। তাই আসন্ন বিশ্বকাপ উপলক্ষে জার্সি, ক্যাপ ও প্র্যাকটিস কিট উন্মোচন করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এতদিন ক্যারিবিয়ান ক্রিকেটপ্রেমীরা জল্পনা-কল্পনায় বিভোর ছিল কেমন জার্সি পরে মাঠে নামবেন গেইল-রাসেলরা। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে গত পরশু ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জার্সি গায়ে জরিয়েছেন ক্রিস গেইলরা। আগের জার্সি থেকে তেমন একটা পরিবর্তন না করেই উইন্ডিজদের বিশ্বকাপ জার্সির বেশির ভাগ জায়গাজুড়ে রয়েছে ঘন মেরুন রং। বুকের ডান পাশে রয়েছে ক্রিকেট বোর্ডের লোগো। আর বাঁ পাশে ক্রিকেট বিশ্বকাপের লোগো। ওয়েস্ট ইন্ডিজ নামটি হলুদ রংয়ে জায়গা পেয়েছে জার্সির মধ্যখানে। এ ছাড়াও জার্সির নিচের অংশে রয়েছে ক্যারিবিয়ানদের ঐতিহ্যবাহী তাল গাছ। এবার বিশ্বকাপ আসরে সবচেয়ে সিনিয়র খেলোয়াড় উইন্ডিজের ক্রিস গেইল। চমৎকার এই জার্সি গায়ে চাপিয়ে ৩৯ বছর বয়সী হার্ড-হিটার ওপেনার শেষ বিশ্বকাপ খেলবেন। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এবারের বিশ্বকাপের ডার্ক হর্স ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত ব্যাটিং-বোলিং নৈপুণ্য প্রদর্শন করে মাঠ দাপিয়ে বেড়াবে। এর আগে ১৯৭৫ ও ৭৯ সালে প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়ন উইন্ডিজ। তবে এরপরে আর বিশ্বকাপ ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি ক্লাইভ লয়েডের উত্তরসূরিদের। এবার বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে উইন্ডিজ। জেসন হোল্ডারকে অধিনায়ক করে ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের নিয়ে শক্তিশালী দল গড়েছে ক্যারিবিয়ানরা। এ হার্ডহিটার ব্যাটসম্যানরা উইন্ডিজের বড় শক্তিমত্তার দিক। তারা জ্বলে উঠলে রানের বন্যা বইয়ে দিতে পারেন। এমনকি গেইল-রাসেলদের দুর্দান্ত ব্যাটিং যে কোনো বোলারের বুকে কাঁপন ধরিয়ে দিতে পারে। তবে সম্প্রতি ক্রিস গেইল ও রাসেলদের অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষ ত্রিদেশীয় সিরিজের ট্রফি খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে আসন্ন বিশ্বকাপের আসরে ভালো খেলতে মুখিয়ে আছেন জেসন হোল্ডারের বাহিনী। উইন্ডিজরা তাদের বিশ্বকাপ মিশন শুরু করছে আগামী ২৬ মে ব্রিস্টলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ দিয়ে। এরপর একই ভেন্যুতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তারা লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপের মূল পর্বে ক্যারিবীয়রা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৩১ মে পাকিস্তানের বিপক্ষে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App