×

আন্তর্জাতিক

গুজরাটে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ১৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০১৯, ০৮:০৮ পিএম

গুজরাটে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ১৯

গুজরাটের দ্বিতীয় বৃহত্তম নগরী সুরাতের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন

নরেন্দ্র মোদির রাজ্য খ্যাত ভারতের গুজরাটের দ্বিতীয় বৃহত্তম নগরী সুরাতের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এতে নিহিত বেড়ে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের বেশির ভাগ ওই ভবনের একটি কোচিং সেন্টারের শিক্ষার্থী বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, আবাসনের তিন তলায় শুক্রবার বিকালে এই আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাণ বাঁচাতে তিন তলার জানলার কাচ ভেঙে ঝাঁপ দিতে দেখা যায় বেশ কয়েকজনকে। পুলিশ এবং দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শেষ পাওয়া খবর পর্যন্ত ভেতরে আটকে রয়েছে কমপক্ষে ৩০ জন।

ঘটনার পরই বিষয়টি নিয়ে তৎপর হয় গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তিনি গোটা বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছেন। আগুনে মৃত শিক্ষার্থীদের পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন। সুরাতের এই আগুনের ঘটনা নিয়ে টুইট করে ক্ষতিগ্রস্ত ছাত্রদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App