×

খেলা

অস্ট্রেলিয়া দলকে রিকি পন্টিংয়ের পরামর্শ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০১৯, ০৪:০৬ পিএম

অস্ট্রেলিয়া দলকে রিকি পন্টিংয়ের পরামর্শ
দ্বাদশ বিশ্বকাপ নিয়ে শুরু হয়ে গেছে নানান আলোচনা ও বিশ্লেষণ। অবশ্য সেটাই তো স্বাভাবিক। বিশ্বকাপের পর্দা উঠতে যে বাকি আর মাত্র ৬ দিন। বিশ্বকাপ নিয়ে আলোচনায় এবার যোগ দিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। তার মতে, বিশ্বকাপে অজিদের সাফল্য পাওয়ার সম্ভাবনা নির্ভর করছে দলের স্পিনারদের, তারা কীভাবে ব্যবহার করবে এবং প্রতিপক্ষ দলের স্পিনারদের কতটা আস্থার সঙ্গে সামলাবে সেটার ওপর। এদিকে বিশ্বকাপ উপলক্ষে নিজেদের জার্সি উন্মোচন করেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজ। অন্যদিকে সমালোচনা শুরু হয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপ জার্সির। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে রিকি পন্টিংয়ের নামটা যেন অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড সাবেক এই অজি ব্যাটসম্যানের দখলে। তার চেয়েও বড় কথা, তিনটি বিশ্বকাপে তিনি অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে আবার দুটিতেই শিরোপা জিতেছে ক্যাঙ্গারুরা। তাই বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়বে আর রিকি পন্টিং কোনো অভিমত দেবেন না তা তো হতে পারে না। গত কয়েক বছরে স্পিন নিয়ে খুব বেশি মাথা ঘামাতে দেখা যায়নি রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। ২০১৫ সালের বিশ্বকাপ ট্রফিটা তো গতির দাপট দেখিয়েই জিতে নেয় তারা। ওই বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ছিলেন জাভিয়ের দোহার্টি। তাও মাত্র একটি ম্যাচে বল করতে দেখা গেছে তাকে। তবে দ্বাদশ বিশ^কাপ উপলক্ষে ঘোষিত অজিদের বিশ্বকাপ স্কোয়াডে স্পিনার আছেন দুজন অ্যাডাম জাম্পা ও নাথান লায়ন। দুজনই বেশ অভিজ্ঞ এবং অনেক উঁচুমানের স্পিনার। এ ছাড়া দলে আছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তিনি স্পিন বোলিংটা নেহায়েত মন্দ করেন না। অসাধারণ অধিনায়কত্বে অস্ট্রেলিয়াকে দুবার বিশ্বকাপ জেতানো অধিনায়ক রিকি পন্টিং মনে করেন জাম্পা, লায়ন ও ম্যাক্সওয়েল এই তিনজনই হবেন ইংল্যান্ডের মাটিতে দ্বাদশ বিশ্বকাপে অ্যারন ফিঞ্চের তুরুপের তাস। বিশ্বকাপে অজিদের সাফল্য পাওয়াটা নির্ভর করছে অধিনায়ক ফিঞ্চ এই তিন স্পিনারকে কীভাবে ব্যবহার করবেন সেটার ওপর। পাশাপাশি প্রতিপক্ষ দলের স্পিন বোলিং সামলানোর দিকেও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মনোযোগ দিতে পরামর্শ দিয়েছেন তিনি। রিকি পন্টিংয়ের মতে, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাফল্য নির্ধারণ করবে প্রথমত তারা কতটা ভালো স্পিন বোলিং করতে পারে সেটার ওপর। এ জন্য দলের অধিনায়ক ফিঞ্চের উদ্দেশ্যে আমি বলব সে যেন নাথান লায়ন, অ্যাডাম জাম্পা ও গেøন ম্যাক্সওয়েলকে ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হয়। এ ক্ষেত্রে তাকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। এ সময় দলের ব্যাটসম্যানদের উদ্দেশে পন্টিং বলেন, কয়েক মাস আগেও আমাদের মিডল অর্ডারে দুর্বলতা ছিল। সেটা এখন দূর হয়েছে। আমাদের মিডল অর্ডার এখন বেশ ভালো। বিশেষ করে মিডল অর্ডারের সবাই বেশ ভালো স্পিন খেলতে পারে। এটা দলের জন্য খুবই ইতিবাচক। প্রতিপক্ষ দলের স্পিন বোলিং সামলানোর ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App