×

খেলা

চাপমুক্ত থাকতে চান কোহলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০১৯, ১২:১২ পিএম

দীর্ঘ ৪ বছরের অপেক্ষার ইতি টেনে আগামী ৩০ মে পর্দা উঠতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরের। এবারের বিশ^কাপের আয়োজক ইংল্যান্ড এবং ওয়েলশ। বিশ্বকাপে অংশ নিতে ইংল্যান্ডের উদ্দেশে গতকাল দেশ ছেড়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন কোহলি। এ সময় তিনি জানিয়েছেন চাপ মোকাবেলা করাটাই বিশ্বকাপে তাদের প্রধান চ্যালেঞ্জ। ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে বিরাট কোহলি বলেন, ইংলিশ কন্ডিশনে খেলাটা উপমহাদেশের যে কোনো দলের জন্য কঠিন। আমাদের জন্যও। তবে আমার মনে হয়, এবার কন্ডিশনের চেয়ে টুর্নামেন্টে চাপমুক্ত থাকতে পারাটাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কয়েক মাস আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে হারে ভারত। তবে ঘরের মাঠে অজিদের বিপক্ষে এই হার নিয়ে মোটেই চিন্তিত নন কোহলি। তার ভাবনা কেবল কীভাবে চাপমুক্ত থাকা যায় সেটা নিয়ে। কোহলির মতে, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টগুলো খেলার জন্য আগেভাগেই আয়োজক দেশে যেতে পারাটা ভালো। এতে স্নায়ুচাপ এড়ানো যায়। তবে কন্ডিশন নয় বরং কীভাবে পুরো দলকে চাপমুক্ত রাখা যায় সেটা নিয়েই ভাবছি আমি। চাপমুক্ত থাকাটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App