×

খেলা

রূপকার ফিরছেন আগামীকাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০১৯, ১২:০৮ পিএম

রূপকার ফিরছেন আগামীকাল
সম্প্রতি বাংলাদেশ ফুটবলের রূপকার বলা হয় ইংলিশ কোচ জেমি ডে কে। এ ইংলিশম্যানের কোচিংয়ে জামাল ভূঁইয়ারা বিশ্ব ফুটবলে জয়ের ধারায় ফিরেছে। বাংলাদেশের সঙ্গে জেমি ডের চাকরির মেয়াদ শেষ হয় ৪ মে। জাতীয় দলের সাফল্যের কারণে এই ইংলিশ কোচের সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বাফুফে। সোমবার ইংল্যান্ড থেকে চুক্তি নবায়নের সুখবরটা জেমি নিজেই জানিয়েছেন। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় ফিরব। পরদিন ১০ দিনের ক্যাম্প করতে ব্যাংককে যাব। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে গত কয়েক বছরে যে সকল কোচ কোচিং করিয়েছেন, তাদের মধ্যে ৩৯ বছর বয়সী ইংলিশ কোচ জেমি ডে ই সবচেয়ে সফল। তিনি হাইপ্রোফাইল কোচ না হলেও খেলোয়াড়দের খেলায় সবচেয়ে উন্নতি সাধিত হয়েছে তার আমলেই। আর এই জেমি ডে’র ওপরেই ফের আস্থা রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই জেমি ডের কোচিংয়ে বাংলাদেশের বেশ কটি সাফল্য এসেছে। ভুটানের বিপক্ষে হেরে প্রায় দুই বছর আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে ছিল বাংলাদেশ। সেই ভুটানকে হারিয়ে ২৩ মাসের যন্ত্রণার অবসান ঘটায় লাল-সবুজের দল। সেই সঙ্গে নতুন করে স্বপ্ন যাত্রা শুরু করেছে ফুটবলাররা। এই সাফল্যের নিপুণ কারিগর ইংলিশ কোচ জেমি ডে। তার কোচিংয়ে এশিয়ান গেমসে নিজেদের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ সাফল্য পায় বাংলাদেশ। প্রথমে থাইল্যান্ডের সঙ্গে ১-১ এ ড্র করে। পরের ম্যাচে কাতারের বিপক্ষে ঐতিহাসিক ১-০ তে জয়। এরপর এবার প্রকৃত অনূর্ধ্ব-২৩ দল এএফসির আসরে দারুণ লড়াই করে প্রায় ধরে ফেলেছিল বাহরাইন এবং ফিলিস্তিনকে। দুই দলের বিপক্ষে হার মাত্র ১-০তে। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ তে জয়। এই জেমি ডের প্রশিক্ষণেই গত বছরের সাফে টানা দুই ম্যাচ জিতেছিল ৯ বছর পর। লাওসের বিপক্ষে তাদের প্রথম জয় বঙ্গবন্ধু গোল্ডকাপে। কাতার যাওয়ার আগে কম্বোডিয়ার মাটিতে তাদের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে ১-০ তে জয় বাংলাদেশের। যে বাংলাদেশের ফুটবলাররা এতদিন ৪৫ মিনিট খেলতেই হাঁপিয়ে উঠতেন, দম হারিয়ে ম্যাচের শেষ দিকে গোলের পর গোল হজম করতেন তারাই এখন পুরো নব্বই মিনিট মাঠে দাপিয়ে বেড়ান। প্রতিপক্ষকে প্রতি মুহূর্তে আতঙ্কে রাখেন। জাতীয় দলের সামনে এখন ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের মিশন। প্রাক-বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস। ৬ ও ১১ জুন অ্যাওয়ে ও হোম ম্যাচে লাওসের বাধা পেরোতে পারলে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সুযোগ পাবে লাল-সবুজ দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App