×

খেলা

নীল রক্তের জিরুড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০১৯, ১২:১৯ পিএম

নীল রক্তের জিরুড
নিজের পুরনো দল আর্সেনালকে হারাতে মুখিয়ে আছেন বর্তমানে চেলসিতে খেলা ফরাসি স্ট্রাইকার অলিভার জিরুড। ৩০ মে ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে চেলসি ও আর্সেনাল। আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর্সেনালে পাঁচ বছরের অধিক সময় খেলেছেন জিরুড। তবে পেরি-এমরিক আর্সেনালে যোগ দিলে একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়ে তার। এরপর মাত্র ১৮ মিলিয়ন ইউরোতে যোগ দেন চেলসিতে। এরপরই সাফল্য পেতে থাকেন তিনি। বর্তমানে তিনি চেলসির সবচেয়ে নির্ভরযোগ্য স্ট্রাইকার। চেলসির হয়ে দশ গোল করে এগিয়ে আছেন সেরা গোলদাতার দৌড়েও। ফাইনালকে সামনে রেখে জিরুডকে জিজ্ঞেস করা হয় পুরনো দলের বিপক্ষে খেলতে কেমন লাগবে, জবাবে তিনি বলেন, আমি সব সময় আমার পুরনো দলের বিপক্ষে খেলতে ভালোবাসি। বর্তমানে আমার শরীরে রয়েছে নীল রক্ত। আমার ধ্যান-জ্ঞান এখন শুধু নীলদেরকে ঘিরে। তাদের জন্য আমি আমার সবকিছু উজাড় করে দিয়ে খেলব এবং দলকে শিরোপা এনে দেয়ার জন্য আমরা সবাই মুখিয়ে আছি। চেলসি এমন একটি দল, যারা সবসময় শিরোপার জন্য খেলে। আর আমাদের সামনে এই মৌসুমে সুযোগ রয়েছে আর্সেনালকে হারিয়ে শিরোপা জেতার। এটি আমাদের শেষ সুযোগ তাই আমরা এই সুযোগকে কাজে লাগাব। ২০১৩ সালে প্রথমবারের মতো ইউরোপা লিগের ফাইনালে শিরোপা জেতে চেলসি। অন্যদিকে ২০০০ সালে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি আর্সেনাল। তাই এবার আর্সেনালের লক্ষ্য থাকবে প্রথমবারের মতো ইউরোপা লিগের শিরোপা জেতা আর অন্যদিকে চেলসিও ছেড়ে কথা বলবে না। তারাও সর্বোচ্চ চেষ্টা করবে দ্বিতীয় বারের মতো শিরোপা নিয়ে ঘরে ফিরতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App