×

খেলা

তরুণদের নৈপুণ্যে মুগ্ধ রোডস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০১৯, ১২:৩৫ পিএম

তরুণদের নৈপুণ্যে মুগ্ধ রোডস
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতের খেলা ২৪ বলে ৫২ রানের নান্দনিক ইনিংসটির কথা টাইগার ভক্তদের মনে থাকবে আজীবন। মোসাদ্দেকের এই ইংনিসের কারণেই ওই ম্যাচে উইন্ডিজকে হারাতে পেরেছিল মাশরাফি বিন মুর্তজার দল। নান্দদিন এই ইনিংসের কল্যাণেই তো রচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেটের নতুন এক ইতিহাস, প্রথমবারের মতো কোনো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়। এই সিরিজটি টাইগাররা জিতেছে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে। শুধু মোসাদ্দেক নন, এই সিরিজে নিজেদের মেলে ধরেছেন লিটন দাশ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকাররাও। যা পঞ্চপাণ্ডবের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসারই ইঙ্গিত। বিশ^কাপের আগে তরুণ ক্রিকেটারদের এমন পারফরমেন্স টাইগার কোচ স্টিভ রোডসের জন্য অনেক বড় স্বস্তির কারণ। বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব বলতে দলের সবচেয়ে সিনিয়র পাঁচজন খেলোয়াড়কেই বুঝায়। এই পাঁচ ক্রিকেটার কারা তা নিশ্চয় কারো কাছে অজানা নয়। তারা হলেন- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের মধ্য দিয়ে টাইগারদের ইতিহাস গড়ার পেছনে এই পাঁচ ক্রিকেটারের অবদান আছে। মাশরাফি বল হাতে আলো ছড়িয়েছেন, দলের প্রয়োজনে হেসেছে তামিম, মুশফিক, মাহমুদউল্লাহদের ব্যাট। আর বরাবরের মতো ব্যাটিং-বোলিং দুক্ষেত্রেই অসাধারণ ছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও ফাইনালে খেলতে পারেননি তিনি। তবে ফাইনালের আগের ৩ ম্যাচে ব্যাট হাতে ১৪০ রান করার পাশাপাশি বোলিংয়ে ২ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। তবে ত্রিদেশীয় এই সিরিজে টাইগারদের সবচেয়ে বড় পাওয়া হলো পাঁচ সিনিয়র ক্রিকেটারের পাশাপাশি তরুণদেরও ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাওয়া। সৌম্য সরকার ৩ ম্যাচে করেছেন ১৯৪ রান। সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় তিনি আছেন চার নম্ববে। এ তালিকায় শীর্ষে থাকা শাই হোপ তার চেয়ে ২টি ম্যাচ বেশি খেলেছেন, করেছেন ৪০৭ রান। নিজেদের প্রমাণের খুব একটা সুযোগ পাননি মোহাম্মদ মিঠুন, লিটন দাশ ও মোসাদ্দেক হোসেনরা। তবে যখনই সুযোগ পেয়েছেন তখনই দিয়েছেন আস্থার প্রতিদান। ব্যাটিংয়ের সুযোগ না পেলেও মিরাজ-সাইফউদ্দিনরা দ্যুতি ছড়িয়েছেন বল হাতে। আর কাটার মাস্টার মোস্তাফিজের কথা তো আলাদাভাবে বলতেই হয়। ৩ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন তিনি। তরুণদের এমন দুর্দান্ত পারফরমেন্স বিশ^কাপে বড় দলের বিপক্ষে জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাস জোগাচ্ছে টাইগার কোচ স্টিভ রোডসকে। গতকাল এক সাক্ষাৎকারে তিনি বলেন, ত্রিদেশীয় সিরিজে কয়েকজন খেলোয়াড় অসাধারণ খেলেছে। উদাহরণ হিসেবে আমি মোসাদ্দেকের কথা বলব। সে ফাইনালে যা করেছে সেটা এক কথায় অবিশ্বাস। উইন্ডিজের বিপক্ষে ফাইনালে খেলা ইনিংসটার মাধ্যমে বিশ^কাপের প্রথম ম্যাচেই একাদশে জায়গা পাওয়ার জোরালো দাবি জানিয়ে রেখেছে সে। এটা অন্য খেলোয়াড়দের চাপে রাখবে। আমি ঠিক এটাই চেয়েছিলাম। দলে জায়গা নিয়ে লড়াই হোক। এটা ইতিবাচক। খেলোয়াড়দের মধ্যে এখন বড় ম্যাচে জয়ের আত্মবিশ্বাস জন্মেছে। আমিও বিশ্বাস করি বড় দলগুলোকে হারানো সম্ভব। তবে বাংলাদেশকে এখনই অনেক বেশি শক্তিশালী দল হিসেবে মেনে নিতে নারাজ রোডস। তার মতে, দলের সবাই ভালো খেলছে এবং আমরা নিয়মিত জয় পাচ্ছি মানে এটা নয় যে বাংলাদেশ আগের চেয়ে শক্তিশালী। সত্যি বলতে সেটাই আমরা চাই। কারণ আমি চাই দলে আরো গভীরতা আসুক। তরুণরা আরো ভালো খেলুক। এতে পাঁচ সিনিয়র ক্রিকেটারকে নিয়ে কথা বলা থামবে। দ্বাদশ বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচ আগামী ২ জুন। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি বাহিনী। প্রস্তুতি ম্যাচগুলোর মাধ্যমে দলের তরুণ ক্রিকেটারদের ঝালিয়ে নেয়ার আরেকটু সুযোগ পাবেন স্টিভ রোডস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App