×

খেলা

ইংল্যান্ড দলেও পরিবর্তন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০১৯, ১১:১৯ এএম

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ আসর। ইংল্যান্ড-ওয়েলসে হতে যাওয়া এ আসরের পর্দা উঠতে বাকি আর ৮ দিন। ইতোমধ্যে অংশগ্রহণকারী ১০টি দেশ তাদের তারকা ক্রিকেটারদের নিয়ে নিজেদের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। যেহেতু আইসিসির নিয়ম অনুযায়ী ২৩ মে পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ আছে। তাই সুযোগ কাজে লাগিয়ে গত পরশু নিজেদের স্কোয়াডে তিন পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার তাদের পথের অনুসারী হলো স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও (ইসিবি)। ডানহাতি ওপেনার অ্যালেক্স হেলস ড্রাগ টেস্টে পাস করতে পারেননি বিধায় একটি পরিবর্তন ছিল অনুমেয়। নিজেদের পূর্ব ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে তিনজন খেলোয়াড় পরিবর্তন করেছে ইসিবি। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বার্বাডোজের গতিতারকা জোফ্রা আর্চার। তার সঙ্গে দলে ঢুকেছেন জেমস ভিনস এবং লিয়াম ডসনও। গতকাল আনুষ্ঠানিকভাবে এ পরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। অবশ্য তার আগেই ইংলিশ কোচ ট্রেভর বেলিস সংবাদমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন এ তিন পরিবর্তনের ব্যাপারে। মূলত হ্যাম্পশায়ারের হয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে মাত্র ৯ ম্যাচে ২৭১ রান ও ১৮ উইকেট শিকার করেই নিজেকে বিশ্বকাপের জন্য যোগ্য প্রমাণিত করেছেন ডসন। অন্যদিকে জো ডেনলি পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে তিন ম্যাচ খেলে শিকার করতে পারেননি কোনো উইকেট, ব্যাট হাতে করেছেন মাত্র ১৭ রান। তাই ডেনলির পরিবর্তে সুযোগ পেতে যাচ্ছেন গত বছরের অক্টোবরে শেষ ওয়ানডে খেলা ডসন। পাকিস্তানের বিপক্ষে ৪-০তে সিরিজ জেতার পরপরই স্কোয়াডের বাইরে থাকা ডসনকে দেশের তৃতীয় সেরা স্পিনার হিসেবে আখ্যায়িত করেন ইংলিশ কোচ। তার সঙ্গে একমত হন অধিনায়ক ইয়ন মরগ্যান এবং দুই নির্বাচক এড স্মিথ ও জেমস টেলর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App