×

জাতীয়

আজ থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০১৯, ১০:৪৮ এএম

আজ থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু
পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের জন্য রেলওয়ের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। বুধবার (২২ মে) সকাল ৯টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকেট বিক্রি শুরু হয়। প্রতিটি কাউন্টারের সামনে থেকে টিকেট প্রত্যাশী মানুষের দীর্ঘলাইন ঠেকেছে স্টেশনের বাইরের দিকে। নারীদের জন্য রয়েছে আলাদা কাউন্টার। বিকেল ৫টা পর্যন্ত টিকেট বিক্রি চলবে। রেলওয়ের তথ্য মতে, আজ রাজধানীর পাঁচ জায়গায় ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। চলবে ২৬ মে পর্যন্ত।  আজ দেওয়া হবে ৩১ মে'র টিকিট। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারছেন। কমলাপুর ছাড়াও বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেন, তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ ও জামালপুরগামী সব আন্তঃনগর ট্রেন, বনানী স্টেশন থেকে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেন এবং ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি একই সময়ে শুরু হয়েছে। রেলওয়ের তথ্য অনুযায়ী, ২৩ মে দেওয়া হবে ১ জুনের টিকেট, ২৪ মে দেওয়া হবে ২ জুনের টিকেট, ২৫ মে দেওয়া হবে ৩ জুনের টিকেট এবং ২৬ মে দেওয়া হবে ৪ জুনের টিকেট । ফেরত যাত্রীদের জন্য ২৯ মে দেওয়া হবে ৭ জুনের টিকেট, একইভাবে ৩০ ও ৩১ মে এবং ১ ও ২ জুন দেওয়া হবে যথাক্রমে ৮, ৯, ১০ ও ১১ জুনের টিকেট। রেল সূত্রে জানা যায়, প্রতিদিন ৭০ থেকে ৭২ হাজার টিকেট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। সেই হিসাবে ঈদের পাঁচ দিনে তিন লাখ ৫০ হাজার টিকিট বিক্রি করা হবে। ৯৬টি আন্তঃনগর ট্রেনের পাশাপাশি আট জোড়া বিশেষ ট্রেনও নামানো হবে। উল্লেখ্য, ঈদের অগ্রিম বিক্রিত টিকেট ফেরত নেয়া হবে না। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। যাত্রীরা ৫০ শতাংশ টিকেট অনলাইনে অ্যাপের মাধ্যমে কিনতে পারবেন। স্টেশন কাউন্টার থেকে ৫০ শতাংশ টিকিট অগ্রিম কিনতে পারবেন। অনলাইনে ৫০ শতাংশ টিকেট বিক্রি না হলে অবিক্রিত টিকিট কাউন্টার থেকে দেয়া হবে। এদিকে রেলের ফিরতি টিকেট বিক্রি ২৯ মে শুরু হয়ে ২ জুন পর্যন্ত চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App