×

জাতীয়

ভূমধ্যসাগরে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০১৯, ১০:৫৪ এএম

ভূমধ্যসাগরে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন
ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (২১ মে) ভোর সাড়ে ছয়টার দিকে তাদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে। গত ১০ই মে বিভিন্ন দেশ হয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাটি ডুবে যায়। এতে নিহত হন ৬০ জন। নিহতদের বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। নৌকাডুবির ঘটনায় ১৫ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধারের পরপরই তাদের আশ্রয় হয় তিউনিসিয়ার উপকূলীয় শহর জার্জিসে। বাংলাদেশ সরকারের তৎপরতায় তারা দেশে ফিরছেন আজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App