×

বিনোদন

প্রিয় মানুষদের মিস করছেন আলাউদ্দিন আলী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০১৯, ০২:১৬ পিএম

প্রিয় মানুষদের মিস করছেন আলাউদ্দিন আলী
কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলী। প্রায় চার মাস পার হয়ে গেল ঘরে ফেরা হয়নি তার। হাসপাতালের কেবিনে শুয়ে রোগের সঙ্গে লড়াই করে চলেছেন। সহজ স্বাভাবিক জীবনে ফেরার তাড়নায় চিকিৎসার মধ্যেই কাটছে তার একেকটা দিন। হাসপাতালের বেডে শুয়ে প্রিয় মানুষদের খুঁজে চলেছেন। আলাউদ্দিন আলীর পাশাপাশি পথ চলেছেন যারা তাদের ভীষণ রকম মিস করছেন তিনি। আগের চেয়ে এখন কিছুটা সুস্থ হয়ে উঠেছেন প্রিয় এই সুরকার। অনেক কিছুই মনে করতে পারছেন। অনেককে দেখতেও ইচ্ছে করছে তার। আলাউদ্দিন আলীর সঙ্গে অনেক দিন ধরেই থাকেন তরুণ কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস। তাদের সম্পর্কটা গুরু শিষ্যের। রবিবার রাতে ওস্তাদকে হাসপাতাল থেকে দেখে আসার পর এক আবেগঘন স্ট্যাটাস লেখেন তিনি। বেশ কিছু বিষয় উঠে এসেছে এখানে। মোমিন লিখেছেন, ‘আজকে অনেক কথা বলেছেন তিনি, যখন আমাকে কয়েকবার জিজ্ঞেস করছিলেন কিশোর (এন্ড্রু কিশোর) কই? বাবু (ফুয়াদ নাসের) কই? শুভ (আলী আকরাম) কই? রফিক ভাই (মোহাম্মদ রফিকউজ্জামান) কেমন আছে? তখন কিছুটা আনন্দেই চোখটা ভিজে আসছিল! কারণ উনার এভাবে জিজ্ঞেস করাটা খুব ভালো জানি আমি! মোমিন বিশ্বাস বলেন, ‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন স্যার। তার বাম হাত ও বাম পা প্রায় অকেজো হয়ে পড়েছিল। এখন বাম পা ভালো হওয়ার পথে। একটু একটু হাঁটতে পারছেন তিনি। বাম হাতটা এখনো দুর্বল হয়ে আছে। নিয়মিত থেরাপি দেয়া হচ্ছে।’ উল্লেখ্য, চলতি বছর ২২ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় মহাখালীর আয়েশা মেমোরিয়াল হসপিটালে আইসিইউতে ভর্তি হন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী। এরপর তার অবস্থার অবনতি হলে, টানা ২৬ দিন লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। গত ১৭ ফেব্রুয়ারি আলাউদ্দিন আলীকে বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়। এখন আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন আলাউদ্দিন আলী। তবে তার শরীরের বাম অংশে সমস্যা থাকায়, ফিজিওথেরাপি নিতে তাকে সাভারের সিআরপি হাসপাতালে নেয়া হয়। নিয়মিত থেরাপি চলছে তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App