×

জাতীয়

ঈদে সৈয়দপুর রেল কারখানায় ৪০টি কোচ সচল করা হচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০১৯, ০১:৫৪ পিএম

ঈদে সৈয়দপুর রেল কারখানায় ৪০টি কোচ সচল করা হচ্ছে
আসন্ন ঈদ উপলক্ষে সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৪০টি পুরনো যাত্রীবাহী কোচ সচল করা হচ্ছে। এর মধ্যে মাসিক আউট টার্নের ২৬টি কোচের সঙ্গে অতিরিক্ত মাত্র ১৪টি কোচ মেরামতের লক্ষ্য স্থির করা হয়েছে। গত বছর ঈদে ৯০টি কোচ সচল করা হলেও এ বছর লক্ষ্যমাত্রা কমিয়ে ৪০টি কোচে নামিয়ে আনা হয়েছে। চলতি মে মাসের শেষে এসব সচল কোচ রেলওয়ের পাকশী ও লালমনিরহাট ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে। জনবল সংকট ও পর্যাপ্ত মালামালের অভাবে কোচ মেরামতের সংখ্যা হ্রাস করা হয়েছে বলে জানা গেছে। কারখানা সূত্রে জানা যায়, রেলওয়ে কারখানায় মোট ৩ হাজার ১৭ জন জনবলের বিপরীতে মাত্র ১ হাজার ২০ জন লোক কর্মরত রয়েছেন। ফলে জনবল ঘাটতি ও পর্যাপ্ত মালামালের অভাবে মাসিক আউট টার্নের সঙ্গে ঈদ উপলক্ষে অতিরিক্ত মাত্র ১৪ কোচ মেরামত করা হচ্ছে। চলতি মে মাসের নিয়মিত কাজের সঙ্গে অতিরিক্ত ১৪টি কোচের মেরামত চলছে। এসব কোচের মধ্যে ৩০টি ব্রডগেজ এবং ১০টি মিটারগেজ রেলপথের কোচ রয়েছে। ঈদে ঘরমুখো অতিরিক্ত যাত্রী বহন নিশ্চিত করতে ঈদের আগে ও পরে সচল কোচগুলো বিভিন্ন আন্তঃনগর ট্রেনে যুক্ত করা হবে। একই সঙ্গে সচল কোচ দিয়ে ঢাকা রুটে পার্বতীপুর ও খুলনা থেকে এক জোড়া ঈদ স্পেশাল ট্রেন সার্ভিস চালানো হবে। এদিকে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে রেলওয়ে কারখানার উপকারখানা ক্যারেজ, বগি, জেনারেল ওভারহোলিং ও ক্যারেজ হেভি রিপিয়ার সপে জোরেশোরে মেরামত কাজ চলছে। ইতোমধ্যে সচল হওয়া ২৫টি কোচ রেলওয়ের পার্বতীপুর ডিপোতে হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্ট কোচও ঈদের আগে শেষ কর্মদিবসে হস্তান্তর সম্পন্ন হবে। অতিরিক্ত কোচ মেরামতের জন্য রেলওয়ের রাজস্ব খাত থেকে ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে কারখানার শ্রমিক, কারিগর ও প্রকৌশলীরা কর্মব্যস্ত সময় পার করছেন। এ নিয়ে কথা হয় কারখানার ক্যারেজ সপের ইনচার্জ প্রকৌশলী মনিরুজ্জামানের সঙ্গে। তিনি জানান, জনবল সংকটের কারণে কাজ করতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও লক্ষ্য অর্জন করতে শ্রমিক-কারিগররা অতিরিক্ত শ্রম দিয়ে কাজ করছেন। জানতে চাইলে, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. জয়দুল ইসলাম কারখানায় জনবল সংকটের তথ্য নিশ্চিত করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান জনবল সংকট কেটে যাবে। এবার ঈদের বাড়তি কোচ সচল করতে শ্রমিক-কারিগররা আন্তরিকভাবে কাজ করছেন। আশা করি যথাসময়ে কোচ মেরামতের কাজ শেষ করা সম্ভব হবে। ঈদযাত্রায় রেলওয়ের যাত্রীসেবার নানা উদ্যোগের মধ্যে অধিক যাত্রী পরিবহনও রেলওয়ের অন্যতম একটি উদ্যোগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App