×

জাতীয়

রামু ও উখিয়ায় বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০১৯, ০৮:০২ পিএম

কক্সবাজারের রামু ও উখিয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন রোহিঙ্গা। বজ্রপাতে আহত হয়েছেন আরো পাঁচজন।

আজ রোববার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রামুর খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া তুলাবাগান এলাকায় ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে প্রাণহানির এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামুর খুনিয়াপালংয়ের মাওলানা নুরুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন (১৫) ও শিশুপুত্র আফনান (২) এবং উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর সালাম (৫০)

খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাবুদ জানান, বজ্রপাতের ঘটনায় একশিশু ও এক কিশোরী ঘটনাস্থলে মারা গেছেন। নিহতদের বাবা-মার অবস্থাও আশঙ্কাজনক বলে শুনেছি।

অন্যদিকে একইসময়ে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প-৫ এ বজ্রপাতে আবদুস সালাম (৫০) নামের একজন রোহিঙ্গার মৃত্যু এবং এ ঘটনায় দু’জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App