×

খেলা

মোস্তাফিজ-মাশরাফি তৃতীয় স্থানে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০১৯, ০১:১৭ পিএম

মোস্তাফিজ-মাশরাফি তৃতীয় স্থানে
বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে ট্রফি জয়ের স্বাদ নিয়েছে মাশরাফি বাহিনী। বেশ ফুরফুরে মেজাজে কদিন পরেই ইংল্যান্ডে পাড়ি দেবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে আসন্ন সদ্য সমাপ্ত আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টাইগারদের পক্ষে বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় যৌথভাবে রয়েছেন তৃতীয় স্থানে আছে দুজন। তারা হলেন দুর্দান্ত পেসার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমান। তারা দুজনই ৬টি করে উইকেট শিকার করেছেন। তবে এই টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার গ্যাব্র্রিয়েল। তিনি ৪ ইনিংসে ৮ উইকেট শিকার করেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ৭টি উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের অফ-স্পিনার অ্যাশলে নার্স। এ ছাড়া আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে টাইগার দলের সেরা পাঁচ বোলারের পরিসংখ্যান পাঠকের নিকট তুলে ধরা হলো। সিরিজে ৩ ইনিংসে ২৪ ওভার বল করেছেন কার্টার মাস্টার মোস্তাফিজ। ১৭৭ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছেন তিনি। তার ইকোনমি এবার বেশিই ছিল। ৭ দশমিক ৩৭। সিরিজে তার সেরা বোলিং ফিগার ৪৩ রানে ৪ উইকেট। লিগ পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা বোলিং করে ম্যাচসেরা হন ফিজ। শিষ্য মোস্তাফিজের মতো ৬ উইকেট শিকার করেছেন মাশরাফিও। তবে এক ম্যাচ বেশি খেলেছেন তিনি। ৪ ইনিংসে ৩৪ ওভার বল করে ১৮৪ রানে ৬ উইকেট নেন অধিনায়ক। লিগ পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ ওভারে ৪৯ রানে ৩ উইকেট এই টুর্নামেন্টে তার সেরা বোলিং ফিগার। ইকোনমি রেট ৫ দশমিক ৪১। এই সিরিজ দিয়ে ওয়ানডে অভিষেক ঘটে আবু জায়েদের। লিগ পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রঙিন পোশাকে প্রথম খেলতে নামেন তিনি। প্রথম ম্যাচে আলো ছড়াতে পুরোপুরি ব্যর্থ জায়েদ। ৯ ওভারে ৫৬ রান দেন এই ডান-হাতি পেসার। তবে দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বড় চমক দেখান জায়েদ। ৯ ওভারে ৫৮ রান খরচ করে ৫ উইকেট নেন জায়েদ। আর ৩ ইনিংসে বাংলাদেশের পক্ষে ৪ উইকেট শিকার করেছেন সাইফউদ্দিন। ৪৩ রানে ২ উইকেটে শিকার তার। এমনকি স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে এটা তার সেরা বোলিং ফিগার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App