×

আন্তর্জাতিক

নেপালে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০১৯, ১২:৪৭ পিএম

নেপালে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ৫
নেপালের ধাদিং জেলায় একটি যাত্রীবাহী বাস মোড় ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২৮ জন। রবিবার (১৯ মে) সকালে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে নেপালের স্থানীয় সংবাদমাধ্যম। জানা যায়, যাত্রীবাহী বাসটি দেশটির ঝাপা জেলা থেকে রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। এ সময় ধাদিং জেলার কাছে এসে মোড় ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি স্থানীয় ত্রিশুলি নদীতে পড়ে যায়। স্থানীয় পুলিশ কর্মকর্তা রাজকুমার বাইদওয়ার বলেন, দুর্ঘটনায় এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। আহতদের মধ্যে ১৪ জনকে স্থানীয় হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্যে কাঠমান্ডুতে পাঠানো হয়েছে। এ ঘটনায় হতাহতদের পরিচয় এখনও জানানো হয়নি। তবে শিগহিগরই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাসটির চালক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App