×

খেলা

নারী ফুটবলাররা ঈদের ছুটিতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০১৯, ০১:১৯ পিএম

নারী ফুটবলাররা ঈদের ছুটিতে
আড়াই বছরের মধ্যে এবারই নারী ফুটবলাররা অনেক দিনের ছুটিতে বাড়ি যাচ্ছেন। প্রায় ২০ দিনের ঈদ ছুটি পেয়েছেন দীর্ঘদিন ক্যাম্পে থাকা মেয়েরা। আগামী ২০ মে থেকে ৭ জুন পর্যন্ত ঈদের ছুটি ভোগ করবেন তারা। ছুটি শেষে ৮ জুন ফের ক্যাম্পে যোগ দেবেন মারিয়া-তহুরা-সানজিদারা। নারী ফুটবলারদের দীর্ঘ এই ছুটির খবর জানিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন। সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক নারী ফুটবলে দল দুর্দান্ত খেলছে বাংলাদেশ। দেশে-বিদেশে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জিতে আনছে ট্রফি। আড়াই বছরে দুটি এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব ও একটি চূড়ান্ত পর্ব খেলেছেন মারিয়ারা। সাফ অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ। এ ছাড়া অনূর্ধ্ব-১৮ ও ১৯ পর্যায়ে বেশ কিছু টুর্নামেন্টেও খেলেছেন নারী ফুটবলাররা। সর্বশেষ ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক নারী ফুটবল গোল্ডকাপে যুগ্ম চ্যাম্পিয়ন হয় মৌসুমী-মারিয়ারা। চলতি বছর অনেকগুলো লক্ষ্যকে সামনে রেখে বাফুফে ভবনে আবাসিক ক্যাম্প বিরতিহীনভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছে মারিয়া বাহিনী। তন্মধ্যে সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে ভালো করা এবং ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়া। সেই সঙ্গে ২০২০ সালে ভারতে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করাও অন্যতম লক্ষ্য থাকবে। থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের সেরা তিন দল খেলবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে। তবে ক্যাম্প থেকে এবার ২০ দিনের দীর্ঘ একটা ছুটি পাচ্ছেন তারা। ছোটন বলেন, নিয়মিতভাবে বেশ কয়েকটি টুর্নামেন্টে খেলেছে মারিয়ারা। টুর্নামেন্ট খেলে এসেই আবার অনুশীলনে রয়েছে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App