×

জাতীয়

ছাত্রলীগের পদবঞ্চিতদের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০১৯, ০৪:২১ পিএম

ছাত্রলীগের পদবঞ্চিতদের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছেন কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া বিক্ষুব্ধ অংশের নেতারা। বিতর্কিতদের বহিষ্কার করে পদবঞ্চিতদের সেই শূন্য পদে দায়িত্ব না দেয়া পর্যন্ত তারা অবস্থান করবেন বলে জানান। শনিবার দিবাগত রাত তিনটা থেকে অবস্থান করছেন তারা। বিক্ষুব্ধ নেতাদের বোঝাতে এসে ব্যর্থ হয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। বঞ্চিত নেতারা জানান, ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলন করে বলেছিলেন, ছাত্রলীগের কমিটিতে বিতর্কিত ১৭ জনের তালিকা তাদের হাতে এসেছে। তাদের ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার করা হবে। কিন্তু তারা তা করেননি। এছাড়া মধুর ক্যান্টিনে আমাদের নেত্রীদের ওপর হামলায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। রিপোর্ট না দেওয়ার কারণে আমরা ছাত্রলীগের কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্ত জাহাঙ্গীর কবির নানকসহ কয়েকজন নেতার সঙ্গে দেখা করে কথা বলেছি। তারাও আমাদের রিপোর্টের বিষয়ে সদুত্তর দিতে ব্যর্থ হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে শনিবার আমরা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তারা বলেন, যেই ১৭ জনের তালিকা গণভবন থেকে এসেছে এবং তার সঙ্গে যুক্ত করে আমরা প্রায় ১০০ জনের তালিকা দিয়েছিলাম। এর মধ্যে ৪০ জনের বিরুদ্ধে অকাট্য প্রমাণ আমরা দাখিলও করেছি তাদের কাছে। সেই ১৭ জনকে তারা বহিষ্কার তো করেননি, আমরা যে তালিকা দিয়েছিলাম তারও কোনো সদুত্তর পাইনি। পূর্ণাঙ্গ কমিটি থেকে বিতর্কিতদের বাদ দিতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর জটিলতা নিরসনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে টিএসসিতে আলোচনায় বসেছিলাম আমরা। সেখানে সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রত্যাশিত পদ না পাওয়া নতুন কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক লিপি আক্তারকে আপত্তিকর কথা বললে তিনি প্রতিবাদ জানান। এর জের ধরে সেখানে গোলাম রাব্বানী লিপি আক্তারের গায়ে হাত তোলেন। এরপরই তার অনুসারীরা পদবঞ্চিত নেতাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। রবিবার দুপুরে শেষ খবর পাওয়া পর্যন্ত রাজু ভাস্কর্যের সামনে পদবঞ্চিত ২০ জনের মতো নেতা অবস্থান করছেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদত্যাগের ঘোষণা: রাত তিনটার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি থেকে সরে আসার জন্যে অনুরোধ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তবে পদবঞ্চিতরা তাদের কথা শোনেননি। তারা মারধরের বিচার দাবি করেন। এছাড়াও পদবঞ্চিত নেতারা তাদের (সভাপতি-সাধারণ সম্পাদক) চলে যেতে বলেন। এ সময় গোলাম রাব্বানী তাদের উদ্দেশে বলেন, আমি সরি। তোমরা চলে যাও। আমি কাল নেত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে আসব। এ বিষয়ে জানতে চাইলে শোভন বলেন, এ বিষয়ে রবিবার মধুর ক্যান্টিনে বসে কথা বলবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App