×

অর্থনীতি

করের বোঝা কমিয়ে আওতা বাড়াতে বলেছে এমসিসিআই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০১৯, ১১:১২ এএম

একজনের কাছ থেকে বেশি কর আদায় না করে করজাল সম্প্রসারণ করার দাবি জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। বড় বড় প্রতিষ্ঠান টার্গেট না করে করের হার কমিয়ে আওতা বাড়ালে করদাতাদের হয়রানি না করেই আরও বেশি রাজস্ব আদায় সম্ভব হবে বলে মনে করে ব্যবসায়ীদের এই সংগঠন। বর্তমানে দেশে নানা কারণে ব্যবসা-বাণিজ্যে সংকট চলছে। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রস্তাব, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জমির উচ্চমূল্য, ব্যাংক ঋণের উচ্চ সুদহার এই সংকটকে আরো প্রকট করে তুলেছে। যার কারণে এমসিসিআই আগামী বাজেটে বড় বড় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কর না বাড়িয়ে তাদের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে উৎসাহের প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে এই সংগঠন ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণের দাবি করেছে। সংগঠনটি করহার কমানোর দাবি জানিয়ে বলেছে, ব্যক্তিগত আয়কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হোক। এমসিসিআইর সহসভাপতি গোলাম মইনুদ্দিন বলেন, বর্তমানে ব্যক্তিগত করদাতার আয়কর হার ৩০ শতাংশ। এর আগেও আমরা করের হার কমানোর প্রস্তাব দিয়েছি। কিন্তু এনবিআর ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করেছে। এই সর্বোচ্চ হারের সামান্য হ্রাস ব্যক্তিকরদাতাদের ক্ষেত্রে তাদের সত্যিকার আয় প্রকাশের ক্ষেত্রে উৎসাহিত করবে এবং কর ফাঁকি অনেকাংশে হ্রাস পাবে। তাই কোনোভাবেই তা ২৫ শতাংশের ঊর্ধ্বে হওয়া উচিত হবে না। এমসিসিআই প্রাতিষ্ঠানিক বা করপোরেট কর হার কমানোর দাবিও করেছে। তাদের প্রস্তাবে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে করপোরেট কর হার ৫ শতাংশ এবং অন্যান্য ক্ষেত্রে ২ শতাংশ কমানোর প্রস্তাব দেয়া হয়। এনবিআরের কাছে দেয়া প্রস্তাবে এমসিসিআই বলেছে, চলমান অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এনবিআরকে রাজস্ব আহরণের বিদ্যমান উৎসগুলোর পাশাপাশি সম্ভাবনাময় নতুন উৎসের অনুসন্ধান করা উচিত। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্টগুলো (এসডিজি) বাস্তবায়নসহ সরকার ঘোষিত পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বিভিন্ন প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহ বাড়ানোর কোনো বিকল্প নেই। আর সেটা করতে হলে এনবিআরের সক্ষমতা আরো বাড়ানোর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে এনবিআরবহির্ভূত যেসব উৎস থেকে সরকার রাজস্ব আহরণ করে, সেগুলো আরো জোরদার করা ছাড়া অন্য কোনো পথ নেই। তবে সেটা হবে হয়রানিমুক্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App