×

অর্থনীতি

কমাতে হবে করপোরেট ট্যাক্স : নিহাদ কবির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০১৯, ১১:৩৪ এএম

কমাতে হবে করপোরেট ট্যাক্স : নিহাদ কবির
বিনিয়োগ আকৃষ্ট করতে হলে আমাদের প্রতিবেশী দেশের তুলনায় করপোরেট ট্যাক্স কমাতে হবে বলে মনে করেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির। এমসিসিআইয়ের বাজেট প্রস্তাব বিষয়ে জানতে চাইলে তিনি ভোরের কাগজকে বলেন, আমাদের উন্নয়নের জন্য রাজস্ব বাড়ানোর কথা যেমন সত্য, তেমনি ব্যবসায়ীদের ওপর বিশেষ করে লভ্যাংশের ওপর দুই বার কর কাটা হচ্ছে। এ ছাড়া ৩৫ শতাংশ করপোরেট ট্যাক্স অনেক বেশি। কর হার কমিয়ে আওতা বাড়ানো হলে রাজস্ব আদায় আরও বেশি হবে। বর্তমানে বাংলাদেশের মোট আয়করের ৪০ শতাংশ আদায় হচ্ছে ১২০০ কোম্পানির কাছ থেকে জানিয়ে ব্যবসায়ী এই নেতা বলেন, ১৮ কোটি মানুষের দেশে আরও বেশি সংখ্যক মানুষকে অবশ্যই করের আওতায় আনতে হবে। জোর করে ট্যাক্স আদায় করে বিনিয়োগ বাড়ানো যাবে না। নিহাদ কবির বলেন, খেলাপি ঋণ কমাতে পরিদর্শন জোরদার করতে হবে। পাশাপাশি ঋণ কার্যক্রমে ব্যাংকের দক্ষতা ও ঝুঁকি ব্যবস্থাপনা বৃদ্ধি করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ব্যাংকঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার দাবি জানিয়ে এমসিসিআই সভাপতি আরও বলেন শিল্প, সেবা ও কৃষি খাতে ব্যাংকঋণের সুদহার কমলেও এসএমই খাতে কমেনি। এখনো এসএমই ঋণে গ্রাহকদের ১৪ শতাংশ সুদ দিতে হচ্ছে। এখন মূল্যস্ফীতির হার অনেক কম। এ সময়ে এত বেশি হারে সুদ কাম্য নয়। আর এত বেশি সুদ দিয়ে কোনোভাবেই বিনিয়োগ আকৃষ্ট করা যাবে না। নতুন ভ্যাট আইন নিয়েও কথা বলেন তিনি। নিহাদ কবির বলেন, ভ্যাট আইন বাস্তবায়নের জন্য ব্যবসায়ীদের আরও ৬ মাস থেকে এক বছর সময় দেয়া উচিত। তবে এখনই বাস্তবায়ন হলেও যেন কোনোভাবেই ভ্যাটের হার না বাড়ে সে বিষয়ে নজর দিতে হবে। বিদেশি বিনিয়োগের বিষয়ে তিনি বলেন, করের সুবিধা ছাড়াও সরকারি সিদ্ধান্তে স্বচ্ছতা থাকতে হবে, আইন সবার ক্ষেত্রে সমান হতে হবে, সিদ্ধান্ত দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। তা না হলে বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে না। বিনিয়োগ বাড়ানোর জন্য অবকাঠামো সুবিধা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ নিয়ে সরকার যতটা সচেতন সড়ক-মহাসড়কের উন্নয়ন নিয়ে ততটা সচেতন নয় বলে মনে হয়। সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ করছে। তবে এই অঞ্চলগুলো চালু হওয়ার আগেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। সড়কে যদি মূল্যবান সময় নষ্ট হয় তাহলে বিনিয়োগকারীরা সেখানে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলবেন। নিহাদ কবির বলেন, বেসরকারি খাতের বিনিয়োগ না বাড়লে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে এফডিআই বাড়াতে হলে ফরেন এক্সচেঞ্জ গাইডলাইনসহ বিভিন্ন নীতির পরিবর্তন আনতে হবে। বিনিয়োগ সংক্রান্ত প্রতিষ্ঠানের সংস্কার করে প্রশাসনিক দক্ষতা বাড়াতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App