×

খেলা

সাকিবের আক্ষেপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০১৯, ০৪:০৬ পিএম

সাকিব আল হাসান যে খেলবেন না সেটা বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আগের দিন সংবাদ সম্মেলনেই ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন। তবুও উইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দেশসেরা অলরাউন্ডারকে একাদশে দেখার ব্যাপারে আশাবাদী ছিলেন টাইগার সমর্থকরা। এমনকি অধিনায়ক মাশরাফি নিজেও আশাবাদী ছিলেন। তবে ইনজুরির ওপর তো আর কারো হাত নেই। গত বুধবার ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল টাইগাররা। ওই ম্যাচে ব্যাটিং করার সময় পিঠের বাঁ-পাশের পেশিতে চোট পেয়ে অর্ধশতক পূর্ণ করার পরপরই মাঠ ছেড়েছিলেন সাকিব। ধারণা করা হয়েছিল ফাইনালের আগেই ফিট হয়ে উঠবেন তিনি। কিন্তু সেটা হলো না। সকিবকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে নামে বাংলাদেশ। এর মধ্য দিয়ে টানা তিনটি ফাইনাল মিস করলেন দেশসেরা এই অলরাউন্ডার। এ ছাড়া আরেকটি কারণে এ ম্যাচটি খেলতে না পারায় আক্ষেপ হতে পারে সাকিবের। দ্রæততম সময়ে ওয়ানডেতে ৫ হাজার রান ও ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ থেকে এখন মাত্র ১টি উইকেট দূরে আছেন তিনি। সেটা হতে পারত ত্রিদেশীয় সিরিজের ফাইনালেই। কিন্তু ইনজুরির কারণে ম্যাচটিতে খেলতে না পারার কারণে সেটা আর হলো না। সাকিবের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় ছিল দল। শেষ পর্যন্ত গতকাল ফাইনাল ম্যাচের টস করতে এসে সাকিবের না খেলার বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক মাশরাফি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো দেশসেরা অলরাউন্ডারকে ছাড়াই ফাইনালে খেলতে নামল বাংলাদেশ দল। আগের দুই ফাইনালের একটি শ্রীলঙ্কার বিপক্ষে, ঘরের মাঠে ২০১৮ সালে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে। আর অপরটি আবুধাবিতে অনুষ্ঠিত এশিয়া কাপে। যেখানে ফাইনালে মাশরাফির দলের প্রতিপক্ষ ছিল ভারত। ৫ হাজার রানের মাইলফলক আগেই স্পর্শ করেছেন সাকিব। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত এবারের ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে সাকিবের নামের পাশে ছিল ২৪৭ উইকেট। সিরিজে নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ছিল উইন্ডিজ। ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পাওয়া ওই ম্যাচটিতে বল হাতে ১ উইকেট নেন সাকিব। টাইগারদের পরের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সিরিজে নিজেদের পরের ম্যাচেও বল হাতে একটি উইকেট নেন সাকিব। আর লিগ পর্বের শেষ ম্যাচে কোনো উইকেট পাননি এই বাঁ-হাতি স্পিনার। সব মিলিয়ে সাকিবের নামের পাশে আছে এখন ২৪৯ উইকেট ও ৫ হাজার ২১৭ রান। এই রান নিতে ও উইকেট পেতে তিনি ম্যাচ খেলেছেন ১৯৮টি। এখন পর্যন্ত ৪ জন অলরাউন্ডার ওয়ানডেতে ৫ হাজারের বেশি রান ও ২৫০ বা তার চেয়ে বেশি উইকেট নেয়ার কীর্তি দেখিয়েছেন। তারা হলেন- দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, পাকিস্তানের শহীদ আফ্রিদি, শ্রীলঙ্কার জয়াসুরিয়া ও পাকিস্তানের আবদুল রাজ্জাক। এই চার ক্রিকেটারই ইতোমধ্যে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে এ কীর্তি গড়ার রেকর্ডটি রাজ্জাকের দখলে। ক্যারিয়ারের ২৫৯তম ম্যাচে ২৫০ উইকেট ও ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। সাকিব এখনো মাত্র ১৯৮টি ম্যাচ খেলেছেন। সে হিসেবে রেকর্ডটি যে খুব শিগগিরই সাকিবের হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। সেটা হতে পারে দ্বাদশ বিশ^কাপে টাইগারদের প্রথম ম্যাচেই। যে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App