×

খেলা

বাড়েনি প্রাইজমানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০১৯, ০৪:১৯ পিএম

বাড়েনি প্রাইজমানি
আগামী ৩০ মে থেকে মাঠে গড়াবে বিশ্বকাপের দ্বাদশ আসর। কেনিংটন ওভালে উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ১১টি ভেন্যুতে ৪৬ দিনে ৪৮ ম্যাচের এ বিশ্বকাপের পর্দা নামবে লর্ডসে, ১৪ জুলাই। আসন্ন বিশ্বকাপে ‘ভয়েজ অব বাংলাদেশ’ খ্যাত আতহার আলীর কণ্ঠস্বর শোনা যাবে মাশরাফিদের সব ম্যাচেই। এ ছাড়া অন্যান্য দলের ম্যাচেও ধারাভাষ্যে থাকার সম্ভাবনা রয়েছে ৫৭ বছর বয়সী এ চিরসবুজ ব্যক্তিত্বের। আসন্ন বিশ্বকাপকে স্মরণীয় করে রাখার ঘোষণার প্রমাণ মিলছে ধীরে ধীরে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি বিশ্বকাপকে অংশগ্রহণকারী দলগুলোর জন্যও থাকছে অর্থের ঝনঝনানি। বিশ^কাপের জন্য রেকর্ড ১ কোটি ডলার তথা ৮৫ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করে গতকাল এক বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০১৫ সালের বিশ্বকাপে যে পরিমাণ প্রাইজমানি ছিল এবারো তা রয়েছে। ২০১৯ সালে প্রাইজমানি না বাড়লেও ২০১১ সালে যে পরিমাণ প্রাইজ ছিল ২০১৫ সালে তা দ্বিগুণ করে আইসিসি। এবারে টোটাল প্রাইজমানি না বাড়লেও চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের জন্য পরিমাণটা একটু বাড়িয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সবচেয়ে বেশি ৪ মিলিয়ন ডলার বা ৩৪ কোটি টাকার প্রাইজমানি বরাদ্দ থাকছে চ্যাম্পিয়ন দলের জন্য। রানার্সআপ দল পাবে ঠিক এর অর্ধেক। অর্থাৎ ২ মিলিয়ন ডলার বা ১৭ কোটি টাকা। বিপুল অঙ্কের পুরস্কার থাকছে বাকি দলগুলোর জন্যও। সেমিফাইনালে বাদ পড়া দুই দলকে দেয়া হবে ৮ লাখ ডলার বা ৬ কোটি ৮০ লাখ টাকা করে মোট ১৩ কোটি ৬০ লাখ টাকা। এ ছাড়া বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাদ পড়া ছয় দলকে ১ লাখ ডলার বা ৮৫ লাখ টাকা করে দেয়া হবে মোট ৫ কোটি দশ লাখ টাকা। পুরস্কার থাকছে লিগ পর্বে ম্যাচ জেতার জন্যও। প্রথম পর্বের প্রতিটি ম্যাচের জয়ী দলকে দেয়া হবে ৪০ হাজার ডলার তথা ৩৪ লাখ টাকা। এতে করে প্রথম পর্বে জয়ী দলগুলোর পেছনে মোট খরচ হবে ১৫ কোটি ৩০ লাখ টাকা। তবে ব্যক্তিগত পুরস্কার তথা প্লেয়ার অব দ্য ম্যাচ, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কিংবা অন্যান্য কোনো পুরস্কারের অর্থের পরিমাণ প্রকাশ করেনি আইসিসি। সেসব যোগ করলে পুরস্কারের অর্থমূল্য বাড়বে আরো অনেক বেশি। ৪৬ দিন ধরে চলা বিশ্বকাপের পুরো ৪৮ ম্যাচের পাশাপাশি ১০টি প্রস্তুতি ম্যাচও সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আটটি আলট্রা মোশন হক আই ক্যামেরা, ফ্রন্ট এন্ড রিভার্স স্টাম্প ক্যামেরা ও স্পাইডার ক্যামসহ প্রতি ম্যাচে অন্তত ৩২টি করে ক্যামেরা থাকবে মাঠে। এ ছাড়াও এবারই প্রথমবারের মতো ৩৬০ ডিগ্রি ভিডিও রিপ্লের ব্যবস্থা করছে আইসিসি। যা বিশ্বকাপের উত্তেজনাকর মুহূর্তগুলোকে আরো প্রাণবন্ত করে তুলবে। ব্যাটক্যামের দেয়া ড্রোন ক্যামেরাও ঘুরবে পুরো বিশ্বকাপের সবগুলো ম্যাচেই। এবার বিশ্বকাপের জন্য ২৪ সদস্যের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এশিয়ান দলগুলোর মধ্যে ভারত থেকে রয়েছেন তিন জন- হার্শা ভোগলে, সৌরভ গাঙ্গুলি ও সঞ্জয় মাঞ্জেরকার। পাকিস্তানের দুই বিশ্বকাপজয়ী খেলোয়াড়- ওয়াসিম আকরাম ও রমিজ রাজা এবং শ্রীলঙ্কার কিংবদন্তি তারকা কুমার সাঙ্গাকারা। ঘোষিত ধারাভাষ্য প্যানেলে একমাত্র বাংলাদেশি হিসেবে রয়েছেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান। ২০১৫ সালে বিশ্বকাপজয়ী সাবেক অজি অধিনায়ক মাইকেল ক্লার্ককেও দেখা যাবে ধারাভাষ্যকারের ভ‚মিকায়। এবারের আসরে তিন জন নারী ধারাভাষ্যকারকেও দেখা যাবে। তারা হলেন- মেল জোন্স, অ্যালিসন মিশেল ও ইশা গুহা। বিশ^কাপে সম্প্রচারের কাজে আইসিসির সার্বিক সহায়তায় থাকছে সানসেট এবং ভাইন কোম্পানি। যন্ত্রপাতি জোগান দেয়ার কাজ করবে এনইপি ব্রডকাস্ট সল্যুশনস। এ ছাড়া গ্রাফিকসের কাজ করার জন্য থাকছেন বিশেষজ্ঞ গ্রাফিকস ডিজাইনার অ্যালস্টন এলিয়ট। এবারের বিশ^কাপ ক্রিকেটে ধারাভাষ্যকারদের তালিকা- আতহার আলী খান, নাসের হুসেইন, ইয়ান বিশপ, সৌরভ গাঙ্গুলি, মেল জোনস, কুমার সাঙ্গাকারা, মাইকেল আথারটন, অ্যালিসন মিচেল, ব্রেন্ডন ম্যাককালাম, গ্রায়েম স্মিথ, ওয়াসিম আকরাম, শন পোলক, মাইকেল স্নাটার, মার্ক নিকোলাস, মাইকেল হোল্ডিং, ইশা গুহু, পমি মাবাঙ্গুয়া, সঞ্জয় মাঞ্জেরকার, হার্শা ভোগলে, সাইমন ডুল, ইয়ান স্মিথ, রমিজ রাজা, ইয়ান ওয়ার্ড ও মাইকেল ক্লার্ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App