×

বিনোদন

কতটা বদলাবে সেন্সর বোর্ড?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০১৯, ০৮:২২ পিএম

কতটা বদলাবে সেন্সর বোর্ড?
গত ১১ মার্চ আমরা জনসাধারণের কাছে চূড়ান্ত খসড়া প্রস্তাব প্রকাশ করে মতামতের আহবান করি। ১৩ মে ছিল মতামত উপস্থাপনের শেষ দিন। এখন সেসব নিয়ে কাজ হচ্ছে। শিগগিরই তা চূড়ান্ত হবে। মো. সাইফুল ইসলাম -তথ্য মন্ত্রণালয়ের উপসচিব পৃথিবীর কোথাও সেন্সর বোর্ড বলে কিছু নেই; সার্টিফিকেশন বোর্ড আছে। নাম পরিবর্তনের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। ইফতেখার উদ্দিন নওশাদ-চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আমরা চেষ্টা করব এটি আইনটি শিগগিরই কার্যকর করতে। এটি হবে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি ইতিবাচক সূচনা।আকবর হোসেন পাঠান ফারুক -চিত্রনায়ক ও সংসদ সদস্য খসড়া প্রস্তাব দেখে আমরা কিছু বিষয়ে আপত্তি জানিয়েছিলাম। এগুলো সংশোধন না করলে তরুণ প্রজন্ম চলচ্চিত্র নির্মাণে বিমুখ হবে।মোরশেদুল ইসলাম-চলচ্চিত্র নির্মাতা
চলচ্চিত্র নির্মাতাদের দাবির মুখে ‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড’-এর নাম বদলে ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ করা হচ্ছে। নাম পরিবর্তনের প্রস্তাবনাটি যুক্ত করে প্রস্তাবিত ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০১৯’-এর খসড়া নিয়ে কিছুদিন ধরে কয়েক দফায় তথ্য মন্ত্রণালয়ে পর্যালোচনা হয়েছে। খসড়া চ‚ড়ান্ত হয়েছে। অনেক বছর ধরে চলচ্চিত্র প্রযোজক-নির্মাতা-অভিনয়শিল্পীরা সেন্সর বোর্ড নাম নিয়ে আপত্তির কথা জানিয়েছেন। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিষয়টি আমলে নেন। তার উদ্যোগে আইনটির খসড়া তৈরি করা হয়। বর্তমান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম আলোচনায় উঠছে আইনটি। বিষয়টি এখন তথ্য মন্ত্রণালয়ের অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে যাচ্ছে। চূড়ান্ত প্রস্তাবিত ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০১৯’-এ সরকারের একটি অফিশিয়াল গেজেটের মাধ্যমে ‘সার্টিফিকেশন বোর্ড’ নামে সর্বোচ্চ ১৪ জন সদস্যের একটি বোর্ড গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। এ বোর্ড তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে। এই আইনে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি তা হলো, চলচ্চিত্রের শ্রেণিবিন্যাস ও মূল্যায়নপদ্ধতি। এর মধ্যে প্রথম বিভাগটির নামকরণ হয়েছে ‘ইউএ/সর্বসাধারণের জন্য উপযোগী’। এ বিভাগে থাকবে সব বয়সী দর্শকদের জন্য উন্মুক্ত। মূলত সামাজিক ও পারিবারিক ঘটনার চলচ্চিত্র থাকবে এ বিভাগে। পরের বিভাগটি ‘ইউ/১২ বছর বয়স পর্যন্ত’। এ বিভাগের ছবিগুলো ১২ বছরের কম বয়সী শিশুরা মা-বাবা বা অভিভাবক সঙ্গে নিয়ে দেখতে পারবে। তৃতীয় বিভাগে আছে ‘ইউ/১২ থেকে ১৮ বছর বয়সী’। এ বিভাগের ছবিগুলোতে হালকা ভীতি উদ্রেককারী দৃশ্য থাকতে পারে। এ ছাড়া অল্প মাত্রায় সহিংসতা ও রোমান্টিকতা থাকতে পারে। চতুর্থ বিভাগটি হচ্ছে ‘ইউ/১৮ বছরের বেশি বয়সী’। এ বিভাগে থাকবে ১৮ বছর এবং এর বেশি বয়সী দর্শকের জন্য চলচ্চিত্র। যেখানে পরিমিত মাত্রায় সন্ত্রাস, ভয়াল দৃশ্য, যৌনতা এবং সতর্কীকরণ বাণী দিয়ে ধূমপান এবং মাদক গ্রহণের দৃশ্য থাকতে পারবে। নতুন নীতিমালায় কিছু ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। যেমন ট্রেলার প্রকাশের জন্য বোর্ডের অনুমোদন লাগবে। এ ছাড়া পোস্টার, স্থিরচিত্র, ব্যানার, টিজার, গান, সংলাপ যে কোনো মাধ্যমে প্রচারের আগে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। বোর্ডের ভাইস চেয়ারম্যান বা দাপ্তরিক কর্তৃপক্ষ অন্যান্য প্রচারসামগ্রী অনুমোদন দেবে। অনুমোদন ছাড়া সিনেমা হল, ইউটিউব বা অন্য কোথাও ট্রেলার দেখানো যাবে না। প্রস্তাবিত আইনে দেশের আইনশৃঙ্খলার স্বার্থে, স্থানীয় চলচ্চিত্র স্বার্থে বা যে কোনো জাতীয় স্বার্থে সার্টিফিকেট পাওয়া চলচ্চিত্রের সার্টিফিকেট বাতিলের কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে গেজেট প্রকাশ করে ওই চলচ্চিত্রের সার্টিফিকেট বাতিলের ঘোষণা দেবে সরকার। দেরিতে হলেও তথ্য মন্ত্রণালয় ও সেন্সর বোর্ডের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। আইনটি কার্যকর হলে এটি চলচ্চিত্রের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে মনে করছেন। চলচ্চিত্র সেন্সরশিপ আইনের অধীনে ১৯৬৩ সালে ‘সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সরস’ নামে এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। ১৯৭২ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ চলচ্চিত্র বোর্ড’ হয় এবং একই সঙ্গে একটি পূর্ণাঙ্গ অধিদপ্তরের মর্যাদা দেয়া হয়। এখন পর্যন্ত ‘বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড’ সংশোধিত ১৯৬৩ সালের চলচ্চিত্র সেন্সরশিপ আইন এবং ১৯৭৭ সালের চলচ্চিত্র সেন্সরশিপ বিধি অনুসারে পরিচালিত হয়ে আসছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App