×

জাতীয়

মির্জা ফখরুলই হচ্ছেন বিএনপি প্রার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০১৯, ০১:৩১ পিএম

মির্জা ফখরুলই হচ্ছেন বিএনপি প্রার্থী
বগুড়া-৬ উপনির্বাচনে অংশ নেবে বিএনপি। তারেক রহমান দলীয় মহাসচিবকে এমন সিদ্ধান্ত জানিয়েছেন। আগামী ২০ মে সোমবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংকক থেকে দেশে ফিরলেই এ নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে ধানের শীষের প্রার্থী চূড়ান্ত করা হবে। তবে কে প্রার্থী হচ্ছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মির্জা ফখরুলকেই আবারো এ আসনে প্রার্থী করা হচ্ছে এমন সংবাদ দিয়েছে দলের একটি সূত্র। বিকল্প হিসেবে প্রবীণ পার্লামেন্টারিয়ান ব্যারিস্টার মওদুদ আহমদকেও প্রার্থী করা হতে পারে। তবে স্থানীয় কোনো নেতা যে প্রার্থী হচ্ছেন না এটা এখন প্রায় নিশ্চিত। দলীয় সূত্রের মতে, দলীয় ৪ জন্য সংসদ সদস্য শপথ নিয়ে সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত ঘোষণার সময়ে বিএনপি মহাসচিব স্পষ্টই বলেছেন, দেশে যেহেতু কথা বলার সুযোগ নেই, সেহেতু যেখানে যে স্পেস পাওয়া যাবে তা কাজে লাগাবে বিএনপি। দলীয় এমন অবস্থানের কারণে সংসদকে কথা বলার ও সরকারি দলের সমালোচনা ও প্রতিবাদ করার মোক্ষম জায়গা হিসেবে বিবেচনায় নিয়েছে বিএনপি। এ জন্য সংসদে একজন তুখোর বক্তাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। তার প্রথম পছন্দ মির্জা ফখরুল। কেননা শপথ না নিয়ে মির্জা ফখরুল তারেক রহমানের আস্থা অর্জন করেছেন, বিশ্বস্ততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বক্তা হিসেবেও তিনি মন্দ নন। সরকারের সমালোচক হিসেবে গত কয়েক বছরে নিজেকে প্রস্তুত করতে সক্ষম হয়েছেন। এ ছাড়া তারেক রহমানের কৌশলেই যেহেতু তিনি এ আসনে বিজয়ী হয়েও শপথ নেননি এটা তারই প্রাপ্য। এ বিবেচনায় মির্জা ফখরুলকেই প্রার্থী হিসেবে দেখা যেতে পারে। যদি কোনো কারণে মির্জা ফখরুল নির্বাচন করতে না চান বা না পারেন, সে ক্ষেত্রে ঝানু পার্লামেন্টারিয়ান ব্যারিস্টার মওদুদের নাম রয়েছে বিকল্প পছন্দের তালিকায়। সরকারের কড়া সমালোচক হিসেবে ব্যারিস্টার মওদুদের পারদর্শিতার প্রমাণও রয়েছে। সেই বিবেচনায় মওদুদকেও দেখা যেতে পারে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে। পুরো বিষয়টি স্পষ্ট হবে মির্জা ফখরুল দেশে ফিরলে। কেননা চিকিৎসার জন্য ব্যাংকক গেলেও মির্জা ফখরুল সেখানে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবেন বলে জানা গেছে। ব্যাংককে অবস্থান করে তিনি তারেক রহমানের সঙ্গে বগুড়া-৬ আসন ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী চূড়ান্ত করবেন বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে। ওই সূত্র জানিয়েছে, ব্যাংকক থেকে মির্জা ফখরুল একদিনের জন্য লন্ডন যেতে পারেন। এদিকে সংসদে সংরক্ষিত মহিলা আসনে দলের অনেক প্রার্থী গ্রুপিং লবিং করলেও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদের মধ্য থেকেই একজন মনোনয়ন পাচ্ছেন। গত সোমবার ১৩ মে ২০ দলীয় জোটের বৈঠকে বিষয়টির ইঙ্গিতও দিয়েছেন মির্জা ফখরুল। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, দলীয় ফোরামে আলোচনা করে বিষয়টির সুরাহা করা হবে। তবে সবার আগে আমাদের কাছে দলীয় চেয়ারপারসনের মুক্তির বিষয়টি বিবেচনায় রয়েছে। স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান বলেন, দলীয় ফোরামে সিদ্ধান্ত নিয়ে এবং ২০ দলীয় জোটে আলোচনা করেই এ বিষয়গুলোতে দল সিদ্ধান্ত নেবে। ভারপ্রাপ্ত চেয়ারপারসনের মতামতও থাকবে এ ইস্যুতে। উল্লেখ্য, আগামী ২৩ মে মনোনয়ন দাখিল ও ২৭ মে বাছাইয়ের শেষ দিন। ৩ জুন মনোনয়ন প্রত্যাহার এবং ৪ জুন প্রতীক বরাদ্দ। ২৪ জুন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে বগুড়া-৬ আসনে ভোট নেয়া হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় ৩০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার। নির্বাচন কমিশন গত ৮ মে এ নির্বাচনের তফসিল ঘোষণা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App